ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফল পৌরসভার নির্বাচন অনিশ্চিত

প্রকাশিত: ২৩:৪৫, ৩০ এপ্রিল ২০১৭

বাউফল পৌরসভার নির্বাচন অনিশ্চিত

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফল পৌরসভার নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। নাজিরপুর, মদনপুর, দাসপাড়া ও বাউফল সদর ইউনিয়নের সাথে সীমানা নিয়ে বিরোধ ও ওয়ার্ড পুনঃ গঠন নিয়ে হাইকোর্টে ৬টি রীট পিটিশনের নিষ্পত্তি না হওয়ার কারণে নির্বাচন হচ্ছেনা। ২০১২ সালে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং চলতি বছর ৩০ মে মেয়াদকাল শেষ হবে। নির্বাচন পরবর্তী সময় অর্থাৎ ২০১৫ দাসাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, (মামলা নং ১২৬৫৭/১৫ ) ২০১৬ সালে দাশপাড়া ইউনিয়নের কুদ্দুস খান, (মামলা নং ২৮৯/১৬) একই ইউনিয়নের জনৈক এমডি মজবুর রহমান, (১১৪৫৭/১৬) নাজিরপুর ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, (মামলা নং ১৬০৮/১৬), ২০১৭ সালে বাউফল ইউনিয়নের মোঃ ফারুক হোসেন তোতা মিয়া, (মামলা নং ২৭৭৭/১৭) এবং একই ইউনিয়নের খালেক প্যাদা কর্তৃক (মামলা নং ৩৩৭৬/১৭) হাইকোর্টে সীমানা নিয়ে বিরোধ ও ওয়ার্ড পুনঃ গঠন নিয়ে পৃথক পৃথক রীট পিটিশন দায়ের করেন। এই ৬টি রীট পিটিশনের নিষ্পত্তি না হওয়ায় নির্বাচন কমিশন বাউফল পৌরসভার তফসিল ঘোষনা করেননি। যার ফলে পৌরসভার নির্বাচন অনিশ্চিত হয়ে পরল।
×