ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে জলবায়ু তহবিল শুদ্ধাচারের দাবীতে মানববন্ধন

প্রকাশিত: ২১:৫৮, ৩০ এপ্রিল ২০১৭

বরিশালে জলবায়ু তহবিল শুদ্ধাচারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জলবায়ু তহবিল ও প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শুদ্ধাচারের দাবীতে রবিবার বেলা সাড়ে এগারোটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর শাহ সাজেদা, হেনরী স্বপন, লিংকন বায়েন প্রমূখ। বক্তারা বলেন, শিল্পন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ করায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে। যার প্রভাবে বাংলাদেশসহ স্বল্পন্নত দেশগুলোর ক্ষয়-ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বের ১৯৭টি দেশ চুক্তিবদ্ধ হয়। অথচ চুক্তির শর্ত অনুযায়ী কার্বন নিঃসরণকারী দায়ী দেশগুলো ঝুকির সম্মুখীন দেশগুলোকে ক্ষতিপূরণ বাবদ প্রতিশ্রুত অর্থ প্রদানে গড়িমসি করা হচ্ছে। ২০১৫ সালে ১০০ বিলিয়ন প্রতিশ্রুত ডলারের বিপরীতে শুণ্য দশমিক ৫ ভাগ অর্থ প্রদান করা হয়। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার জলবায়ু অর্থায়নে প্রশ্নবিদ্ধ পদক্ষেপ নেয়ায় চুক্তির ভবিষ্যত নিয়েও বিশ্বব্যাপী উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। তাদের খামখেয়ালী সিদ্ধান্ত পরিহার করে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিশ্রুত অর্থ প্রদান করার জন্য বক্তারা আহবান করেন।
×