ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালের ডিজিটাল মাহিলাড়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত: ২১:৫৮, ৩০ এপ্রিল ২০১৭

বরিশালের ডিজিটাল মাহিলাড়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রতিবন্ধী ও সাবেক ভিক্ষুকদের পূর্ণবাসনে অগ্রাধিকার দিয়ে জেলার ডিজিটাল ইউনিয়ন হিসেবে খ্যাতি অর্জন করা গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল দশটায় ইউনিয়ন পরিষদের সামনের মাঠে ২ কোটি ২৫ লাখ ৩৭ হাজার ২০০ টাকার প্রস্তাবিত আয় ও ২ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ২০০ টাকার প্রস্তাবিত ব্যায় রেখে ৬ লাখ ৫০ হাজার টাকা উদ্বৃতি দেখিয়ে উন্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ মাহতাব হোসেন। জেলার দুইবারের শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধানশিক্ষক মোঃ ইসাহাক আলী সরদার, উপজেলা বিআরডিবির ইউনিয়ন কর্মকর্তা মোঃ রুহুল আমীন, ইউপি সদস্য বিপ্লব বাবুল রায়, মিন্টু সিকদার, হাসান আল মামুন, হাবিবুর রহমান, শাহাদাত হাওলাদার, জাফর মৃধা, নুর আলম সরদার, মিজানুর রহমান, রহিমা বেগম প্রমুখ।
×