ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনা মানসিক হাসপাতাল দালালচক্রের কাছে জিম্মি

প্রকাশিত: ২০:৩০, ৩০ এপ্রিল ২০১৭

পাবনা মানসিক হাসপাতাল দালালচক্রের কাছে জিম্মি

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ পাবনা মানসিক হাসপাতাল দালালচক্রের কাছে জিম্মি হয়ে পরেছে। হাসপাতালটির রোগি ভর্তিতে দালালচক্র মাথাপিছু ১০ হাজার টাকা করে আদায় করছে। এরা এতোই বেপরোয়া যে মন্ত্রী, এমপি, সচিবদের সুপারিশকৃত রোগিদেরও টাকা না দিলে ভর্তি করতে দিচ্ছে না। ওই দালালচক্র শুধুমাত্র হাপাতালটির রোগি ভর্তিতে প্রতিমাসে ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ গা বাচাতে দেখেও না দেখার ভান করছে বলে অনুসন্ধানে জানা গেছে। দেশের একমাত্র বিশেষায়িত ৪’শ ৫০ সাধারণ শয্যার এ মানসিক হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৫টি সিট খালি হয়। এ সিটের মধ্যে ভিআইপিদের সুপারিশকৃত ২টি ও সাধারণের জন্য ৩টি সিটের রোগি ভর্তি করা হয়। এলাকার প্রভাবশালী দালালচক্র সাধারণ ৩টি সিটের রোগি ভর্তিতে প্রতিজনের কাছ থেকে ১০ হাজার টাকা আদায় করে তাদের মনোনীত রোগি ভর্তিতে হাসপাতালকৃতপক্ষকে বাধ্য করে। রাজনৈতিক ছত্রছায়ায় ওই দালালচত্র এতই ক্ষমতাধর যে মন্ত্রী, এমপিদের সুপারিশকৃত ভর্তিযোগ্য রোগিদের কাছ থেকেও ২-৩ হাজার টাকা করে আদায় করে। মানসিক হাসপাতালে ভর্তি না হতে পেরে সাধারণ রোগিরা দালালদের খপ্পরে পরে প্রতারিত হচ্ছেন বলেও জানা গেছে। শুধু তাই নয় বেসরকারি মানসিক ক্লিনিকে ভর্তি হওয়া এসব রোগিদের মানসিক সুস্থতার ক্ষেত্রে আরও সঙ্কট সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বেসরকারি এসব ক্লিনিকে মানসিক হাসপাতালের কর্মরত ডাক্তারদের জোর করে চিকিৎসা সেবা দিতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। দালালচক্রের বিষয়ে জানতে চাওয়া হলে পাবনা মানসিক হাসপাতালের পরিচালক তন্ময় প্রকাশ বিশ^াস প্রকারন্তে দালালের বিষয়টি স্বীকার করে জানিয়েছেন, অন্য হাসপাতালের তুলনায় এখানে দালাল কম আছে।
×