ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক দশক পর নতুন মোড়কে ‘হাম পাঁচ’!

প্রকাশিত: ২০:২৯, ৩০ এপ্রিল ২০১৭

এক দশক পর নতুন মোড়কে ‘হাম পাঁচ’!

অনলাইন ডেস্ক ॥ নব্বইয়ের দশক। এক পরিবারের রোজনামচার গল্প। সেই পরিবারের কর্মকর্তা আনন্দ মাথুর ও তাঁর ৫ মেয়ে, মীনাক্ষি, রাধিকা, সুইটি, কাজল এবং ছোটি। সেই সময়ে এই ‘হাম পাঁচ’ পরিবারটি ছোট পর্দায় আলোড়ন ফেলে দিয়েছিল। হয়ে উঠেছিল অত্যন্ত জনপ্রিয় এক দমফাটানো হাসির ধারাবাহিক। এই ‘হাম পাঁচ’ আবার আসতে চলেছে টিভির পর্দায়। প্রথম সিজনটি শুরু হয় ১৯৯৫ সালে এবং চলে ১৯৯৯ পর্যন্ত। তারপর ৭ বছর পর আবার পর্দায় ফেরত আসে ২০০৫ সালে এবং তা চলে ঠিক দেড় বছর। এ বার ‘হাম পাঁচ’ সিজন তিন’র পালা। তবে এবার ‘হাম পাঁচ’—এর নাম বদলেছে, হয়েছে ‘হাম পাঁচ ফির সে’। ধারাবাহিকটির নাম বদলের পাশাপাশি পাল্টেছে অনেক কিছুই। গত দুই সিজনের প্রযোজক ছিলেন একতা কপূর ও শোভা কপূর, কিন্তু এই সিজন ‘হাম পাঁচ ফির সে’র প্রযোজনা করছেন না কপূর জুটি । এই ধারাবাহিকের প্রযোজনায় এ বার মহারক্ষক দেবী ও ডান্স ইন্ডিয়া ইন্ডিয়া’র প্রযোজকেরা। এখানেই শেষ নয়, রয়েছে আরেকটি বড় পরিবর্তনও! ধারাবাহিকের কাস্টিংয়েও বদল হয়েছে। বিদ্যা বালনকে ‘হাম পাঁচ’ এর প্রথম সিজনের পর আর দেখা যায়নি। এ বারও আশাহত হবেন দর্শক কারণ এই সিজনেও বিদ্যা নেই। থাকছেন না অশোক সরফ, প্রিয়া তেন্ডুলকর ও রাখী ট্যান্ডন। বলা যেতে পারে, মূল চরিত্রের অভিনেতারাই বাদ পড়েছেন। তাই এইবার ‘হাম পাঁচ ফির সে’ ফের দর্শকদের মনে সাড়া ফেলতে পারবে কিনা সেটাই এখন দেখার। সূত্র : আনন্দবাজার পত্রিকা সূত্র : আনন্দবাজার পত্রিকা
×