ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেমিফাইনালে হেরে শারাপোভার বিদায়

প্রকাশিত: ১৯:১৯, ৩০ এপ্রিল ২০১৭

সেমিফাইনালে হেরে শারাপোভার বিদায়

অনলাইন ডেস্ক ॥ স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালে থেমে যেতে হল মারিয়া শারাপোভাকে। ডোপিংয়ের দায়ে ১৫ মাস নির্বাসিত ছিলেন তিনি। জার্মানিতে স্টুটগার্ট ওপেনেই তিনি টেনিস কোর্টে ফিরেছিলেন। দুরন্ত ছন্দে এগোচ্ছিলেন। কিন্তু সেই বিজয়রথ থেমে গেল। ক্রিশ্চিনা লাদেনোভিচ ৩–৬, ৭–৫, ৬–৪ গেমে হারালেন শারাপোভাকে। ২ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াই শেষে ক্রিশ্চিনা জানিয়েছেন, ‘শারাপোভার বিরুদ্ধে খেলাটা বেশ কঠিন। শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ছিল শারাপোভা। আমি শুরুর দিকে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম। কিন্তু দ্রুত সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারলাম। তাই জিততে পেরেছি। ’ স্টুটগার্ট ওপেনে শারাপোভার খেলা নিয়ে কম বিতর্ক হয়নি। স্বয়ং ক্রিশ্চিনাও শারাপোভার ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে সমালোচনা করেছিলেন। টুর্নামেন্টে বাড়তি সুবিধা পাচ্ছেন মাশা, এমন অভিযোগও ছিল। অনেকেই মনে করছেন এসবের জন্যই সেমিফাইনালে চাপে পড়ে গেলেন শারাপোভা। প্রথম সেটটা কিন্তু ৩৫ মিনিটেই জিতে নিয়েছিলেন মাশা। কিন্তু পরের দুটো সেটে আর পারলেন না। প্রতিপক্ষ ম্যাচে ফিরে এল দারুণভাবে।
×