ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘কোনো নারীকে ভালোবাসতে বাধ্য করা যাবে না’

প্রকাশিত: ১৮:৩৮, ৩০ এপ্রিল ২০১৭

‘কোনো নারীকে ভালোবাসতে বাধ্য করা যাবে না’

অনলাইন ডেস্ক ॥ কোনো নারীর কাছ থেকে জোর করে ভালোবাসা আদায় করা যাবে না বলে মন্তব্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। এক কিশোরীকে উত্ত্যক্ত ও আত্মহত্যায় বাধ্য করার রায়ের পর্যবেক্ষণে দেশটির সর্বোচ্চ আদালত এই মন্তব্য করেছেন। পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, সভ্য সমাজে পুরুষদের উগ্রতার কোনো স্থান নেই। উত্ত্যক্ত করার মধ্য দিয়ে নারীদের অধিকারকে খর্ব করা হয়। এর আগে ভারতের হিমাচল প্রদেশ রাজ্যের হাইকোর্ট এক কিশোরীকে উত্ত্যক্ত ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় এক ব্যক্তির সাত বছরের কারাদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্ট। হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু সুপ্রিম কোর্ট সেই আপিল খারিজ করে দেন। রায়ের সময় পর্যবেক্ষণে বিচারক দীপক মিশ্র বলেন, ‘এটা মনে রাখতে হবে যে একজন নারীর নিজ জীবনযাপন ও নিজ পছন্দ অনুযায়ী ভালোবাসার অধিকার আছে। তাঁর নিজস্ব পছন্দ আছে যা আইনসম্মত। এটাকে সামাজিকভাবে সম্মান জানাতে হবে। কেউ কোনো নারীকে ভালোবাসতে বাধ্য করতে পারবে না। ভালোবাসার প্রস্তাব প্রত্যাখ্যান করার অধিকার তাঁর আছে। ’ ‘একজন নারীর পুরুষদের মতোই নিজের একটা অবস্থান আছে। ভারতীয় সংবিধান অনুযায়ী পুরুষদের মতো সমতা পাবেন নারীরা। ’ আপিল খারিজের সময় আদালত বলেন, ওই ব্যক্তির কারণেই নিহত কিশোরী নিজের আত্মমর্যাদা হারাতে শুরু করে। এর পরিপ্রেক্ষিতেই সে আত্মহত্যা করে। পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালের জুলাইতে ওই কিশোরী নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। দণ্ডাদেশপ্রাপ্ত ওই ব্যক্তি উত্ত্যক্ত করার কারণেই কিশোরী আত্মহত্যা করেছিল বলে অভিযোগ করে তার বাবা।
×