ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুলিশকে চাঁদা দিয়ে চলছে অবৈধ মালবাহী জাহাজ

প্রকাশিত: ০৮:৩৭, ৩০ এপ্রিল ২০১৭

পুলিশকে চাঁদা দিয়ে চলছে  অবৈধ মালবাহী জাহাজ

অর্থনৈতিক রিপোর্টার॥ নদীপথকে দিন দিন ভয়াবহ ঝুঁকিপূর্ণ করে তুলছে বালুবাহী শত শত অবৈধ মালবাহী জাহাজ। কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অনুমোদন ছাড়াই অদক্ষ চালক নিয়ে জাহাজগুলো চলাচল করছে নৌপথ দিয়ে। সন্ধ্যার পর চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকলেও তা তোয়াক্কা করছে না বালুবাহী জাহাজগুলো। ফলে যাত্রীবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। চালকরা বলছেন, তারা নৌপুলিশকে নিয়মিত প্রতিটি ঘাটে চাঁদা দিয়ে দিনের পাশাপাশি রাতের আঁধারেও বালুবাহী জাহাজ চালানোর সুযোগ পাচ্ছেন। দেশের প্রায় ৪ হাজার কিলোমিটার নৌপথে পরিবহন করা মালামালের মধ্যে সবচেয়ে বেশি আনা-নেওয়া করা হয় বালু ও পাথর। যা পানি ছুঁইছুঁই এসব বাল্কহেড নামের জাহাজে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেয়া হয়। বালুবাহী এসব জাহাজের বেশিরভাগেরই নেই কোন অনুমোদন। বাল্কহেডগুলো নৌ লেন না মানায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ যাত্রীবাহী লঞ্চের মাস্টারদের।
×