ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আগামী বাজেট হবে জনবান্ধব

প্রকাশিত: ০৮:৩৬, ৩০ এপ্রিল ২০১৭

আগামী বাজেট হবে জনবান্ধব

নিজস্ব সংবাদদাতা, রংপুর ॥ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব মোঃ নজিবুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জনবান্ধব ও কল্যাণমুখী এবং দেশীয় শিল্প প্রসারের লক্ষ্যকে সামনে রেখে বাজেট প্রণয়নের কাজ করা হচ্ছে। আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে কয়েকটি বিষয়ে অগ্রাধিকার দেয়া হচ্ছে। তা হলো দেশীয় শিল্পের সুরক্ষা, রফতানিমুখী শিল্পকে আরও প্রণোদনা দেয়া, তুলনামূলক পিছিয়ে পড়া অঞ্চলের কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে উন্নয়ন করা এবং ব্যবসায়ীদের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আগামী দিনে রাজস্ব আহরণ পদ্ধতির উন্নয়ন করা। রংপুর বিভাগের অংশীজনদের সঙ্গে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নতুন ভ্যাট আইনের বাস্তবায়ন অত্যন্ত মসৃণ, কষ্টবিবর্জিত এবং ব্যবসায়ীদের দিয়েই সেটি সফল করা হবে। শুক্রবার রংপুর মহানগরের শীতল কমিউনিটি সেন্টারে দিনব্যাপী প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাক-বাজেট আলোচনা সভায় রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আবুল কাশেমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য রেজাউল হাসান, লুৎফর রহমান, পারভেজ ইকবাল, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল, রংপুরের জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান প্রমুখ।
×