ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঘুরে দাঁড়িয়েছে স্যামসাং

প্রকাশিত: ০৮:৩৬, ৩০ এপ্রিল ২০১৭

ঘুরে দাঁড়িয়েছে স্যামসাং

অবশেষে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিষ্ঠানটি বাজার থেকে নোট-৭ প্রত্যাহার করে নেয়ার পর যে ক্ষতির সম্মুখীন হয়েছিল, তার অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে। স্যামসাং গত বছরের শেষ তিন মাসের আয়ের হিসাব প্রকাশ করেছে সম্প্রতি। সেখানে দেখা যায়, প্রতিষ্ঠানটি তাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি মুনাফা তুলে নিতে সক্ষম হয়। প্রযুক্তি প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল বাজার থেকে ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার আয় করা। কিন্তু শেষ পর্যন্ত তারা ৭ দশমিক ৯ বিলিয়ন আয় করে যা ২০১৫ সালের শেষ তিন মাসের চেয়ে ৫০ শতাংশ বেশি। এর আগে গত বছর নোট-৭ স্মার্টফোনটি নিয়ে বেশ বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে স্যামসাং। এই ফোনের ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার অভিযোগে ২৫ লাখ সেট বাজার থেকে প্রত্যাহার করে নেয়া হয়। এরপর বিরাট লোকসানের মুখোমুখি হয় প্রতিষ্ঠানটি। তবে শেষ তিন মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আয় হওয়ায় ভালভাবেই ঘুরে দাঁড়িয়েছে স্যামসাং। মূলত মেমোরি চিপ, টেলিভিশনের ফ্ল্যাট স্ক্রিন ও স্মার্টফোনের চাহিদা বেড়ে যাওয়াতে এই মুনাফা অর্জন সম্ভব হয়। প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং এ বছর বেশ বড় উদ্দেশ্য নিয়েই নেমেছে। তারা স্মার্টফোন বাজারে অন্যতম শীর্ষ অবস্থানে থাকতে চায়। ইতোমধ্যে স্যামসাং এস-৮ এবং নোট-৮ নামের দুটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। বিশ্বব্যাপী এগুলোর চাহিদাও নাকি উল্লেখযোগ্য।
×