ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে জমি অধিগ্রহণের খবরে ফের প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ০৮:০৪, ৩০ এপ্রিল ২০১৭

কেরানীগঞ্জে জমি অধিগ্রহণের খবরে ফের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৯ এপ্রিল ॥ কেরানীগঞ্জ (দুটি ইউনিয়ন) ও সাভারের (একটি ইউনিয়ন) তিন ইউনিয়নের ১৬ মৌজায় রাজউকের জমি অধিগ্রহণের খবরে আবারও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার বিকেলে তারানগর ইউনিয়নের আটিভাওয়ার উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশ হয়। তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন- ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। খাদ্যমন্ত্রী বলেন, রাজউকের অধিগ্রহণের খবরে কেরানীগঞ্জ ও সাভারের যারা আন্দোলন করছেন, তাদের সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি। ইতোমধ্যে এ ব্যাপারে আমি গণপূর্তমন্ত্রী ও রাজউকের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তাদের বলেছি, কেরানীগঞ্জ ও সাভারের মানুষ এটা মানবে না। ঘরবাড়ি উচ্ছেদ করে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা চলবে না। বিশেষ অতিথি কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের আহ্বায়ক শাহিন আহমেদ বলেন, রাজউক একটি দুর্নীতিপরায়ন সংস্থা। প্রতিষ্ঠানটি সম্পর্কে বেশিরভাগ মানুষের ধারণা ভাল নয়। প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, কলাতিয়ার বাসিন্দা ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা নাজির হোসেন, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী, ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন খোকন।
×