ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বৃষ্টি ও ঝড়ো হাওয়া, দুর্ভোগ

প্রকাশিত: ০৮:০৩, ৩০ এপ্রিল ২০১৭

রাজধানীতে বৃষ্টি ও ঝড়ো হাওয়া,  দুর্ভোগ

স্টাফ রিপোর্টার ॥ ঝড়ো হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে রাজধানীতে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়া এ ঝড়ো-বৃষ্টি রাত আটটার পরও চলতে থাকে। দিনের ভ্যাপসা গরম থেকে রেহাই পেলেও সাময়িক দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে। নগরীর রাস্তাঘাট ও অলিগলি হয়ে ওঠে কর্দমাক্ত। ঝড়ো হাওয়ায় বন্ধ হয়ে যায় ফুটপাথের দোকানপাট। পথচারীদের দুর্ভোগে ফেলে দেয় মেঘের বিকট গর্জন ও বিদ্যুত চমকানি। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীতে অনুভূত হয় ভ্যাপসা গরম। সূর্যের তীব্র রশ্মি ব্যাহত করে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাল্টে যায় রাজধানীর আবহাওয়া। হঠাৎ বেড়ে যায় বাতাসের বেগ। মেঘের গর্জন ও বিদ্যুত চমকানি পুরো পরিবেশটা পাল্টে দেয়। থমকে যায় পথচারীদের পথচলা। নেমে আসে মাঝারি ধরনের বৃষ্টি। কিছুক্ষণ বন্ধ থাকার পর সন্ধ্যায় বৃষ্টি নেমে আসে আরেক দফা, যা রাত পর্যন্ত চলতে থাকে। বৃষ্টি নয়, পথচারীদের দুর্ভোগে ফেলে মেঘের বিকট গর্জন ও বিদ্যুত চমকানি। প্রস্তুত ছিলেন না কেউ। শুরু হয়ে যায় পথচারীদের দৌড়াদৌড়ি। নিকটের দোকান ও রেস্টুরেন্টগুলোর সামনে দাঁড়িয়ে যাত্রীবাহী বাহনের অপেক্ষা করতে থাকেন লোকজন। সকালের বৃষ্টিহীন পরিবেশ দেখে কেউ ছাতা নিয়ে বের হয়নি। সামনে পেয়েও বৃষ্টির কারণে তাঁদের কেউ কেউ বাসে উঠতে পারেননি। আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার রাজধানীসহ দেশের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হয়েছে। আজ রবিবারও দেশের সাতটি বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে।
×