ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বার্সিলোনা ওপেনের সেমিতে মারে-নাদাল

প্রকাশিত: ০৫:২৮, ৩০ এপ্রিল ২০১৭

বার্সিলোনা ওপেনের সেমিতে মারে-নাদাল

স্পোর্টস রিপোর্টার ॥ সপ্তাহ পেরোতেই প্রতিশোধ নিয়ে নিলেন বিশ্বের এক নাম্বার টেনিস তারকা এ্যান্ডি মারে। গত সপ্তাহে মন্টি কার্লো মাস্টার্সের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল। স্পেনের আলবার্ট রামোস-ভিনোলাস তাকে হারিয়ে দিয়েছিলেন। এবার সেই আলবার্টকে কোয়ার্টার ফাইনালে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন মারে বার্সিলোনা ওপেনের। যদিও ৩ ঘণ্টারও বেশি সময় ঘাম ঝরানো লড়াই করতে হয়েছে। অপরদিকে ৯ বার বার্সিলোনা ওপেন জেতা রাফায়েল নাদালও সেমি নিশ্চিত করেছেন কোরিয়ার হাইয়েন চুংকে ৭-৬ (৭-১), ৬-২ সেটে উড়িয়ে দিয়ে। কনুইয়ের ইনজুরিতে অনেকদিন ভুগেছেন, সে কারণে অংশ নিতে পারেননি বেশ কয়েকটা আসরে। অবশেষে গত সপ্তাহে মন্টি কার্লো দিয়ে প্রত্যাবর্তন ঘটেছিল বিশ্বের এক নম্বর ব্রিটিশ তারকা মারের। ভালই চলছিল সব। কিন্তু তৃতীয় রাউন্ডে রামোস-ভিনোলাস তাকে থামিয়ে দেন। সেই ভিনোলাসকে পেয়ে এবার যেন কিছুটা অস্বস্তিতেই শুরু করেছিলেন মারে। ১৯ নম্বর র‌্যাঙ্কিংধারী এ স্প্যানিয়ার্ড প্রথম সেটেই মারেকে ৬-২ গেমে হারিয়ে দেন। এরপর ঘুরে দাঁড়িয়েছেন মারে। লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। ঠিক আগের মোকাবেলাতেই জয় তুলে নেয়ার কারণে যেন বেশিই উজ্জীবিত ছিলেন ভিনোলাস। শেষ পর্যন্ত কোর্টে লড়াই হলো ৩ ঘণ্টার। মারে জিতলেন ২-৬, ৬-৪ ও ৭-৬ (৭-৪) সেটে। স্বস্তির জয়ের পর মারে বলেন, ‘এটা সত্যিই অনেক কঠিন ম্যাচ ছিল। এটা গত সপ্তাহে আমাদের মধ্যে হওয়া ম্যাচটির ঠিক উল্টোই মনে হয়েছে আমার কাছে। এদিনই বরং তার জয় পাওয়াটা প্রাপ্য ছিল। কারণ অনেক সুযোগ তৈরি করেছিলেন তিনি।
×