ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অবশেষে কুষ্টিয়ার আমলায় সুইমিং কমপ্লেক্স

প্রকাশিত: ০৫:২৭, ৩০ এপ্রিল ২০১৭

অবশেষে কুষ্টিয়ার আমলায় সুইমিং কমপ্লেক্স

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় কিংবা বয়সভিত্তিক সাঁতারে কুষ্টিয়ার সাঁতারুদের সাফল্য রয়েছে গৌরবের। অথচ এই সাঁতারুদের এক একজনের সাঁতারু হয়ে ওঠার পেছনে রয়েছে সংগ্রামী ইতিহাস। অজ পাড়াগাঁ আমলার সাঁতারুরা সাঁতারকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি এনে দিলেও তাদের ছিল না কেউ সহযোগিতা করার। প্রশিক্ষণ কিংবা আধুনিক মানের সুইমিং কমপ্লেক্স তো দূরের কথা, খালে কিংবা মজাপুকুরের অস্বাস্থ্যকর পরিবেশেই সাঁতার শিখে তাদের সাঁতারু হয়ে ওঠা। তবে দীর্ঘদিন পার হলেও কুষ্টিয়ার সাঁতারুদের জন্য সুখবরÑ জাতীয় ক্রীড়া পরিষদের বাস্তবায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের সুইমিংপুল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সুইমিং কমপ্লেক্স উদ্বোধন করেছেন। ২০১৪ সালের ৩০ মার্চ এই সুইমিং কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। যার নির্মাণ ব্যয় ৮ কোটি ৭৮ লাখ ৩৮ হাজার টাকা। এই সুইমিং কমপ্লেক্স উদ্বোধনের ফলে এই জেলার সাঁতারুদের নতুন দিগন্তের সূচনা হলো। অসংখ্য তারকা সাঁতারু জন্ম নেবে এখান থেকে অতীতের মতো। সুইমিং কমপ্লেক্সটি রক্ষণাবেক্ষণে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। এখানে নিয়মিত জাতীয় প্রতিযোগিতারও আয়োজন করা হবে।
×