ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সম্ভবত আমাকেই মাঠে নামতে হবে ॥ মরিনহো

প্রকাশিত: ০৫:২৭, ৩০ এপ্রিল ২০১৭

সম্ভবত আমাকেই মাঠে নামতে হবে ॥ মরিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির হানা, নিষেধাজ্ঞার কবলে পড়ে বিপর্যস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ ম্যানচেস্টার ডার্বিতে বেলজিয়ান তারকা মারুয়ান ফেলাইনি দেখেছেন লালকার্ড। তার ওপরেও নেমে এসেছে নিষেধাজ্ঞার খড়গ। সবমিলিয়ে ৬ জন সিনিয়র খেলোয়াড়কে ছাড়াই এবার ঘরের মাঠে রবিবার সোয়ানসি সিটির বিরুদ্ধে নামতে হবে ম্যান ইউকে। কোচ জোশে মরিনহো তিক্ততা নিয়ে কৌতুক করে তাই বলছেন এবার নিজেকেই হয়তো মাঠে নামতে হবে। বৃহস্পতিবার চরম প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যান ইউ। ওই ম্যাচে ফেলাইনি লালকার্ড দেখে নিষেধাজ্ঞায় পড়েছেন। আর ইনজুরিতে পড়েছেন টিমোথি ফোসু-মেনসাহ। সবমিলিয়ে এখন ৬ জন সিনিয়র খেলোয়াড় নেই দলে। বিশেষ করে এখন বড় সমস্যা তৈরি হয়েছে সেন্ট্রাল ডিফেন্সে। ক্রিস স্মলিং, ফিল জোনস ও মারকোস রোজো সাইড লাইনে চলে গেছেন। এবার ১৯ বছর বয়সী তরুণ এ্যাক্সেল টুয়ানজেবের জন্য সুযোগ এসেছে একাদশে ঠাঁই করে নেয়ার। এখন পর্যন্ত তিনি ম্যান ইউয়ের হয়ে মাঠে নামতে পারেননি। মরিনহো মনে করছেন টুয়ানজেবের পাশাপাশি নিজেকেও মাঠে নামাতে হবে তার। এছাড়া তেমন কোন উপায় দেখতে পাচ্ছেন না তিনি। এ বিষয়ে পর্তুগীজ এ কোচ বলেন, ‘এই মুহূর্তে আমাদের যে রাস্তাগুলো খোলা আছে তার মধ্যে এ্যাক্সেল, এরিক বেইলি ও ড্যালি ব্লাইন্ড ছাড়া কোন উপায় দেখছি না। আমার মনে হয় এরিক ও ড্যালি সত্যিই অপূর্ব খেলেছে আবার। তাদের সঙ্গে আমার কথা বলতে হবে, দেখতে হবে তাদের মনোভাব কি এবং আসলে কি অবস্থায় আছে। আমিও জিমে কঠোর অনুশীলন করছি যেন উপায়ান্তর না থাকলে নিজেও নেমে যেতে পারি। বিষয়টা ভালই দেখাবে সোয়ানসির বিরুদ্ধে মরিনহো ও টুয়ানজেবে।’
×