ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোনাল্ডিনহোর নৈপুণ্যে ‘এল ক্লাসিকো লিজেন্ডস’ বার্সিলোনার

প্রকাশিত: ০৫:২৭, ৩০ এপ্রিল ২০১৭

রোনাল্ডিনহোর নৈপুণ্যে ‘এল ক্লাসিকো লিজেন্ডস’ বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই রোমাঞ্চকর এল ক্লাসিকো জিতে স্প্যানিশ লা লিগার শিরোপার লড়াইয়ে ফিরে বার্সিলোনা। এক সপ্তাহ পার না হতেই আরেকটি এল ক্লাসিকো নিজেদের করে নিল কাতালানরা। হ্যাঁ, তবে এটা বার্সা এবং রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তিদের। যার নাম বার্সিলোনা বনাম রিয়াল মাদ্রিদ লিজেন্ডস ম্যাচ। শুক্রবার এই ম্যাচে বার্সিলোনা ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে। এই ম্যাচে আলো ছড়িয়েছেন ক্লাবটির সাবেক ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো। রিয়ালের বিপক্ষে করা তিন গোলের সবকটিতেই সহায়তা করেছেন তিনি। লেবাননের বৈরুতের ক্যামিলি চামোন স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচটি দেখতে স্টেডিয়ামে এদিন উপস্থিত হয়েছিলেন ৩৮,১৩৪ জন সমর্থক। ভক্ত-অনুরাগীদের মোটেই হতাশ করেননি দুই দলের সাবেক কিংবদন্তি ফুটবলাররা। বার্সিলোনার জার্সিতে দুটি গোল করেছেন লুডভিচ জিওলি। আর বাকি গোলটি করেন সিমাও। অন্যদিকে রিয়াল মাদ্রিদের হয়ে গোল দুটি করেছেন ফার্নান্দো সাঞ্জ এবং জাভি গুয়েরো। ২০০৩ থেকে ২০০৮ পর্যন্ত স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায় খেলেছেন রোনাল্ডিনহো। সবসময় হাসিমুখে শৈল্পিক সব গোলে প্রতিপক্ষকে খুন করে ফেলতেন। ক্লাবকে টানা দুটি লীগ শিরোপা ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিলেন ওই সময়ে। ২০০৪ ও ২০০৮ সালে বিশ্বের বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন এই ক্লাবে থাকতে। বার্সার হয়ে ২০৭ ম্যাচে ৯৪ গোল করেছিলেন রোনাল্ডিনহো। পাঁচ মৌসুমে মনে রাখার মতো অসংখ্য স্মৃতি রেখে যাওয়া রোনাল্ডিনহোকে সম্প্রতি দূত হিসেবে ঘোষণা করেছে ক্লাবটি। মূলত নিজেদের ব্র্যান্ডকে বিশ্বজুড়ে আরও ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই সাবেক কিংবদন্তিদের মাঠে নামানোর উদ্যোগ নিয়েছে বার্সিলোনা। যার অংশ হিসেবেই বিশ্বের বিভিন্ন ক্লাবের সাবেক কিংবদন্তিদের বিপক্ষে খেলবেন বার্সার সাবেক গ্রেটরা। রিয়াল ছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেড লিজেন্ডদের বিপক্ষেও দুটি ম্যাচ খেলবে কাতালানরা। ন্যুক্যাম্পে আগামী ৩০ জুন মুখোমুখি হবে তারা। ২ সেপ্টেম্বর ওল্ডট্র্যাফোর্ডে হবে ফিরতি পর্বের ম্যাচটি।
×