ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাতীয় হকিতে নৌবাহিনী জয়ী ৪৩-০ গোলে

প্রকাশিত: ০৫:২৭, ৩০ এপ্রিল ২০১৭

জাতীয় হকিতে নৌবাহিনী জয়ী ৪৩-০ গোলে

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় পর্যায়ের যে কোন প্রতিযোগিতায় জিতলে অবশ্যই সেটা খবর এবং তা যদি হয় বড় ব্যবধানে, তাহলে তো আরও বড় খবর। কিন্তু ব্যবধান যদি হয়ে যায় রেকর্ডময়, তাহলে সেটা নিশ্চয়ই আরও চমকপ্রদ। সেটাই টানা দুই ম্যাচে করেছে বাংলাদেশ নৌবাহিনী। রেকর্ড ৩২ দল নিয়ে বৃহস্পতিবার থেকে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে ‘এটিএন বাংলা জাতীয় হকি গোল্ডকাপ’। শনিবারের খেলায় পটুয়াখালী ২-১ গোলে রাজশাহীকে, গাজীপুর জেলা ৬-১ মেহেরপুর জেলাকে, বিমানবাহিনী ২৭-০ গোলে খুলনা জেলাকে এবং বাংলাদেশ নৌবাহিনী ৪৩-০ গোলে নড়াইল জেলাকে হারায়। নৌবাহিনীর জয়ের ব্যবধান পড়ে পাঠক নিশ্চয়ই ভিড়মি খাচ্ছেন। হয়তো ভাবছেন, ৪৩-০ ... এটা নিশ্চয়ই ছাপার ভুল। মোটেই না। ঠিকই ৪৩-০ গোলে প্রতিপক্ষকে কচুকাটা করেছে তারা এবং এটাই হচ্ছে বাংলাদেশের হকির যে কোন পর্যায়ের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড। অথচ এর আগেই ম্যাচে তারা ৩১-০ গোলে গাজীপুর জেলাকে হারিয়ে শুভসূচনা করেছিল। তখনই তারা রেকর্ডটা করেছিল। শনিবার এরচেয়ে ‘তিন হালি’ বেশি গোল করে নিজেদের রেকর্ড ভাঙ্গলো নিজেরাই। দ্বীন ইসলাম ইমন একাই করেন ৯ গোল। অথচ বিস্ময়ের ব্যাপার, কোন হ্যাটট্রিক করেননি তিনি। একই অবস্থা কৃষ্ণ কুমার (৭ গোল) এবং রিমন কুমার ঘোষেরও (৫)। হ্যাটট্রিক করেছেন তিনজন : ফজলে হোসেন রাব্বি (৫), রোমান সরকার (৪) এবং ইমরান হাসান পিন্টু (৩)। হ্যাটট্রিক করেননি মামুনুর রহমান চয়ন (৩), আশরাফুল ইসলাম (৩), কামরুজ্জামান রানা (৩) এবং রাসেল মাহমুদ জিমি (১)। বিমানবাহিনী ২৭-০ গোলে জিতলেও এ ম্যাচে বিস্ময়করভাবে তাদের কোন গোলদাতার হ্যাটট্রিক নেই।
×