ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাওড় বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৫:২৩, ৩০ এপ্রিল ২০১৭

হাওড় বিষয়ক সেমিনার

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৯ এপ্রিল ॥ শনিবার শহরের মোক্তারপাড়ায় দুর্বারগোষ্ঠীর কার্যালয়ে ‘নেত্রকোনার বন্যাদুর্গত হাওড়াঞ্চলের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ রক্ষায় করণীয়’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংস্থা আইইডির সহযোগিতায় ‘জনউদ্যোগ’ এ সেমিনারের আয়োজন করে। জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। মূল প্রবন্ধ পাঠ করেন জনউদ্যোগ ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পাল। আলোচনা করেন এ্যাডভোকেট আমিনুল ইসলাম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী প্রমুখ।
×