ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঝড়ে সহস্রাধিক বাড়ি বিধ্বস্ত ॥ নিহত এক

প্রকাশিত: ০৫:২৩, ৩০ এপ্রিল ২০১৭

ঝড়ে সহস্রাধিক বাড়ি বিধ্বস্ত ॥ নিহত এক

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৯ এপ্রিল ॥ কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় কালবৈশাখীতে বিধ্বস্ত হয়েছে সহ¯্রাধিক বাড়িঘর। ঝড়ের সময় আতঙ্কিত হয়ে মারা গেছেন একজন। শনিবার ভোর দুই দফা কালবৈশাখীতে কমলগঞ্জ উপজেলার মাধবপুর, ইসলামপুর ও আদমপুর ইউনিয়নে সহ¯্রাধিক বাড়িঘরের টিন উড়ে গিয়ে ও চালের ওপর গাছ পড়ে মারাত্মক ক্ষতির সাধিত হয়েছে। খোলা আকাশের নিচে রয়েছে অর্ধশত পরিবার। দুই উপজেলায় হাজার হাজার গাছ পড়ে বন্ধ হয়ে যায় রাস্তাঘাট। ১০ থেকে ১২টা বিদ্যুতের খুঁটি পড়ে ও ভেঙ্গে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুত সংযোগও। এ সময় গাছ পড়ার শব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের সাহেরা বিবি (৫৩) মারা গেছেন। এদিকে একই সময়ে শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়ন ও কালাপুর ইউনিয়নের ওপর দিয়েও বয়ে চলা কালবৈশাখীতে এলাকার ব্যাপক ক্ষতি সাধিত হয়।
×