ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় অপহৃত পুলিশের মেয়ে ২৩ দিনেও উদ্ধার হয়নি

প্রকাশিত: ০৫:২৩, ৩০ এপ্রিল ২০১৭

সাতক্ষীরায় অপহৃত পুলিশের মেয়ে ২৩ দিনেও উদ্ধার হয়নি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ অপহরণের ২৩ দিন পরও কলেজছাত্রী শিখা রানী ম-লকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে অপহরণের ২৩ দিন পর পুলিশ শুকুর আলীকে গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাতে তাকে সাতক্ষীরা শহরের ইটাগাছা থেকে গ্রেফতার করা হয়। শ্যামনগর উপজেলার পূর্ব ধানখালি গ্রামের গ্রামপুলিশ অশ্বিনী কুমার ম-ল জানান, তার মেয়ে মুন্সীগঞ্জ ডিগ্রী কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী শিখা রানী ম-লকে গত ৭ এপ্রিল সকাল ৮টার দিকে কলেজে যাওয়ার সময় অপহরণ করা হয়। কোথাও খুঁজে না পেয়ে ১০ এপ্রিল তিনি শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তীতে একাধিক দায়িত্বশীল সূত্রে তিনি জানতে পারেন ছোট ভেটখালি গ্রামের বর্তমানে সাতক্ষীরা শহরের ইটাগাছার পুরাতন বস্ত্র ব্যবসায়ী শুকুর আলীর ছেলে শফিকুল ইসলামসহ কয়েকজন শিখাকে অপহরণ করেছে। মেয়েকে না পেয়ে বাধ্য হয়ে তিনি গত ২৭ এপ্রিল রাতে শ্যামনগর থানায় অপহরণ মামলা দায়ের করেন। শুক্রবার রাত ১০টার দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপ-পরিদর্শক প্রদীপ কুমার রায় শুকুর আলীকে ইটাগাছা থেকে গ্রেফতার করেন।
×