ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনোয়ারুল হক সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা

প্রকাশিত: ০৫:২৩, ৩০ এপ্রিল ২০১৭

মনোয়ারুল হক  সেরা ডিজিটাল  কন্টেন্ট নির্মাতা

কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনোয়ারুল হক শিক্ষক বাতায়নে সেরা ডিজিটাল কন্টেন্ট নির্মাতা হওয়ার সম্মান অর্জন করেছেন। প্রধানমন্ত্রীর দফতর হতে এটুআই প্রকল্পের অধীনে পরিচালিত শিক্ষা বিভাগের জনপ্রিয় পোর্টাল ডিজিটাল শিক্ষাদান পদ্ধতির উন্নয়নের তথ্য ভা-ার শিক্ষক বাতায়ন (িি.িঃবধপযবৎং.মড়া.নফ)। যেখানে এক লক্ষ পঞ্চাশ হাজারের বেশি শিক্ষক প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনার জন্য ডিজিটাল কন্টেন্ট তৈরি করে আসছেন। দেশের যে কয়েক জন প্রতিভাবান শিক্ষক স্বেচ্ছায় নিরলস পরিশ্রম করে গোটা দেশের শিক্ষকদের মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিতে সহায়তা স্বরূপ ডিজিটাল কন্টেন্ট নির্মাণ করে বিশেষ অবদান রাখছেন তাদেরই একজন হলেন মনোয়ারুল হক। তিনি এ সপ্তাহে ডিজিটাল কন্টেন্ট নির্মাণ করে সারাদেশে তিন জনের একজন হয়েছেন। নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনোয়ারুল হক। উল্লেখ্য, মনোয়ারুল হক দৈনিক জনকণ্ঠের শিক্ষাসাগর পাতার নিয়মিত লেখক। Ñবিজ্ঞপ্তি
×