ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভালুকায় ফ্যাক্টরির খাবার খেয়ে শ্রমিক অসুস্থ

প্রকাশিত: ০৫:২৩, ৩০ এপ্রিল ২০১৭

ভালুকায় ফ্যাক্টরির খাবার খেয়ে শ্রমিক অসুস্থ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ২৯ এপ্রিল ॥ ফ্যাক্টরির সরবরাহকৃত খাবার খেয়ে গত চার দিন হবিরবাড়ির কৃস্টাল মার্টিন এ্যাপারেলস বাংলাদেশ লিমিটেডের কয়েক শ’ শ্রমিক অসুস্থ হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। জানা যায়, বুধবার দুপুরের খাবার খাওয়ার পর থেকে মিলের শ্রমিকরা একের পর এক বমি ও পেটের পীড়ায় আক্রান্ত হতে থাকে। বিষয়টি ধামাচাপা দিতে মিল কর্তৃপক্ষ প্রতিদিন অসুস্থ শ্রমিকদের মিলের অভ্যন্তরে চিকিৎসা প্রদান করে ও প্রকাশ না করার পরামর্শ দিয়ে ছুটি দিয়ে দিচ্ছে। পরদিন বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে এসে আরও ৫০-৬০ শ্রমিক অসুস্থ হয়ে পড়লে মিল কর্তৃপক্ষ শ্রমিকদের দুই দিনের ছুটি দিয়ে ফ্যাক্টরি বন্ধ করে দেয়। শনিবার পুনরায় ফ্যাক্টরি চালু হলে কয়েক শ’ শ্রমিক অসুস্থ হয়।
×