ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নিহতের  পাসপোর্ট নম্বর- EF0156162

সৌদি আরবে  আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০০, ৪ জুলাই ২০২২; আপডেট: ১২:০১, ৪ জুলাই ২০২২

সৌদি আরবে  আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিহত খয়বর হোসেন

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মো. খয়বর হোসেন (৫৫)। রংপুরে থাকেন। তার পাসপোর্ট নম্বর- EF0156162।  

(৩ জুলাই) পবিত্র মক্কায় খয়বর হোসেনের মৃত্যু হয়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে সৌদি আরবে হজে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ আট ও নারী চারজন। অন্যদিকে হজ ফ্লাইট শুরুর পর রবিবার পর্যন্ত সৌদি আরবে গেছেন ৫৬ হাজার ৯৫২ জন বাংলাদেশি।

এ পর্যন্ত ১৫৭টি হজ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরব গেলেন। গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল।

সৌদি যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ৮৯০ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৩ হাজার ৬২ জন রয়েছেন। ১৫৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৬টি, সৌদিয়ার ৬০টি এবং ফ্লাইনাসের ১১টি ফ্লাইট রয়েছে।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা চার হাজার ১১৫ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৫ হাজার ৮৮৫ জন।

হজযাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হচ্ছে ৫ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

 

×