ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে বন্ধে লাল কার্ড

প্রকাশিত: ০৫:২১, ৩০ এপ্রিল ২০১৭

বাল্যবিয়ে বন্ধে লাল কার্ড

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৯ এপ্রিল ॥ বাল্যবিয়ে, যৌতুক, জঙ্গীবাদ, যৌন হয়রানি ও মাদকাসক্তিকে ‘না’ বলে লাল কার্ড দেখিয়ে শপথবাক্য পাঠ করেছে ঠাকুরগাঁও পুলিশ লাইনস স্কুল এ্যান্ড কলেজ ও ইকোপাঠশালা এ্যান্ড কলেজের সহস্রাধিক ছাত্রছাত্রী। এ সময় উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ফরহাত আহমেদ ও জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশীসহ অন্য নেতৃবৃন্দ। শনিবার দুপুরে ঠাকুরগাঁও ইকোপাঠশালা এ্যান্ড কলেজ চত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ শহীদ-উজ-জামান।
×