ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খবর আবহাওয়া অধিদপ্তরের

৩ দিনের মধ্যে সারাদেশে বাড়বে বৃষ্টি  

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:২৯, ৪ জুলাই ২০২২; আপডেট: ১৩:৫৩, ৪ জুলাই ২০২২

৩ দিনের মধ্যে সারাদেশে বাড়বে বৃষ্টি  

আবহাওয়া অধিদপ্তর

আগামী তিনদিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

এদিকে রবিবার (৪ জুলাই) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়।

রবিবার দুপুরের আগে ঢাকায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এসময় রংপুর বিভাগ ছিল প্রায় বৃষ্টিহীন। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় জানিয়ে আবহাওয়াবিদ মুহাম্মদ আব কালাম মল্লিক বলেন, বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারি বর্ষণ।

এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান এই আবহাওয়াবিদ।

 

×