ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মির্জা আহমেদ ইস্পাহানি স্কুল

প্রকাশিত: ০৫:২০, ৩০ এপ্রিল ২০১৭

মির্জা আহমেদ ইস্পাহানি স্কুল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভর্তি ও পুনঃভর্তির নামে অতিরিক্ত অর্থ আদায় ও মন্ত্রণায়ের নির্দেশনা না মানার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬টি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিল করা হয়েছে সম্প্রতি। এরমধ্যে পাহাড়তলীর মির্জা আহমেদ ইস্পাহানি হাইস্কুলের সামনে শনিবার মানববন্ধন করেছে প্রাক্তন ছাত্রছাত্রী ও সচেতন এলাকাবাসী। এ মানববন্ধনে অবৈধভাবে অর্থ আদায়কারী ও ইস্পাহানি শিল্পগোষ্ঠীর পরিচালনা পর্ষদের পক্ষ নিয়ে পরিকল্পনাকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমানকে অপসারণের দাবি জানানো হয়েছে। শুধু তাই নয়, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই স্কুলের স্বীকৃতি বাতিলের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়। স্কুল পরিচালনা কমিটির সদস্যদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন ও মধ্যবিত্তের সামর্থ্য অনুযায়ী স্কুলের বেতন ও ফিসমূহ নির্ধারণ এবং দরিদ্র শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে অভিযোগ করা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা না নিয়ে শুধুমাত্র স্বীকৃতি বাতিল করায় ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। কারণ, এ প্রতিষ্ঠানটি এখনও পর্যন্ত ফেরত দেয়নি আদায় করা অতিরিক্ত অর্থ। উল্টো প্রতি মাসেই পুনরায় বেতনের সঙ্গে অতিরিক্ত অর্থ আদায় অব্যাহত রেখেছে।
×