ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রাক ও বাস চাপায় ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:৪৯, ৩০ এপ্রিল ২০১৭

রাজধানীতে ট্রাক ও বাস চাপায় ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। লালবাগে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ইলেক্ট্রিক মিস্ত্রি মারা গেছে। এদিকে গুলিস্তানে ছিনতাইকারীর এক নারীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল ছিনিয়ে নিয়ে গেছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পুরানো ঢাকার শ্যামপুর সরকার পেট্রোল পাম্পের সামনে ট্রাকচাপায় শমসের আলী (৪০) ও আঃ সালাম (৫০) নামের দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহ আলম (৩৫) নামের একজন গুরুতর আহত হয়েছেন। শ্যামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শনিবার ভোরের দিকে পুরানো ঢাকার ধোলাইপাড় এলাকায় সরকার পেট্রোলপাম্পের সামনে একটি ট্রাকের চাকা মেরামত করার কাজ করছিলেন চালক শমসের আলী ও তার দুই হেলপার সালাম ও শাহ আলম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক শমসের আলীর মৃত্যু হয়। এ সময় শ্যামপুর থানার এসআই আশরাফুল হক আহতাবস্থায় ট্রাক হেলপার সালাম ও শাহ আলমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলপার সালামকে মৃত ঘোষণা করেন। অপর হেলপার শাহ আলমকে ওয়ার্ডে ভর্তি করেন। ওসি জানান, নিহতদের পরিবারের ইচ্ছায় ট্রাক চালক শমসের ও হেলপার আঃ সালামের লাশ বিনা ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে একইদিন সকালে রাজধানীর নয়াপল্টনে জোনাকী সিনেমা হলের সামনে বাসের ধাক্কায় জসিম উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি ফেনী জেলায়। নয়াপল্টন মসজিদ গলির ১৩নম্বর বাড়ি ভাড়া নিয়ে সপরিবারে থাকতেন। পল্টন থানার সহকারী পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, শনিবার সকাল ৭টার দিকে নয়াপল্টন জোনাকী সিনেমা হলের সামনে রাস্তা পার হচ্ছিলেন জসিম উদ্দিন নামে ওই ব্যক্তি। এ সময় যাত্রীবাহী হিমাচল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সকাল সোয়া ৮টার দিকে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তার স্ত্রী কোহিনূর বেগম হাসপাতালে ছুটে আসেন। স্বজনের কান্না ও আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠে। নিহতের স্ত্রী কোহিনুর কান্নাজড়িত কণ্ঠে জানান, তারা নয়াপল্টন মসজিদ গলির ১৩নম্বর বাসায় ভাড়া থাকেন। তিনি জানান, তিনি বাসায় রান্না করেন। আর সেই রান্না করা খাবার স্বামী জসিম বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করতেন। টিটিপাড়ায় তাদের দুটি চায়ের দোকান রয়েছে। কোহিনুর জানান, প্রতিদিনের মতো সকালে স্বামী জসিম বাসা থেকে কাজে বের হন। পরে শুনতে পারি, তিনি বাসের ধাক্কায় আহত হয়েছেন। হাসপাতালে গিয়ে তার লাশ পাই। বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইলেক্ট্রিক মিস্ত্রির মৃত্যু রাজধানীর লালবাগ শেখ সাহেব বাজার এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ জুয়েল (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মৃত খালেকুজ্জামান। গ্রামের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলায়। তিনি লালবাগ জেএন সাহ রোডের একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে ইলেক্ট্রিকের কাজ করতেন। নিহতের বড় ভাই মোঃ বিপ্লব জানিয়েছেন, শনিবার দুপুর ২টার দিকে শেখ সাহেব বাজার এলাকার একটি বাসায় বিদ্যুতের কাজ করার সময় তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। ছিনতাই রাজধানীর গুলিস্তানে ছিনতাইকারীরা সুলতানা আফরোজ (৩৫) নামে এক নারীর কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর ভাই নান্নু মিয়া জানান, সুলতানা খুলনা সোনাডাঙ্গা উপজেলার নিজ বাড়ি থেকে ছেলে প্রত্যয়কে নিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাইয়ের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গুলিস্তান শপিংমলের সামনে বাস থেকে নামেন। সেখানে থেকে ফুতল্লায় ভাইয়ের বাড়িতে যাবার জন্য তারা অন্য একটি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় একটি প্রাইভেটকারে তিন ছিনতাইকারী সুলতানার সাথে থাকা ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। এতে পড়ে গিয়ে তার ঠোঁট কেটে যায়। মাথায় আঘাত পান। তিনি জানান, তার ব্যাগে ৭০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণ ও একটি মোবাইল ফোন ছিল। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সুলতানা আফরোজের ঠোঁটে ৫টি সেলাই করা হয়েছে।
×