ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২৩ যাত্রীর ভোগান্তি যান্ত্রিক ত্রুটি, সিলেট বিমানবন্দরে উড়োজাহাজ আটকা

প্রকাশিত: ০৪:৪৫, ৩০ এপ্রিল ২০১৭

২৩ যাত্রীর ভোগান্তি যান্ত্রিক ত্রুটি, সিলেট বিমানবন্দরে উড়োজাহাজ আটকা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ যান্ত্রিক ত্রুটির কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছে দুবাই-সিলেট-ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ। ফলে ঢাকাগামী ২৩ যাত্রীকে সিলেট বিমানবন্দর থেকে বিকল্প ফ্লাইটে ৭ ঘণ্টা পর ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করা হয়। বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬টায় দুবাই থেকে ১৭০ যাত্রী নিয়ে সিলেট আসে বিমানের বিজি-০৫২ ফ্লাইট। সকাল সাড়ে ৭টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা থাকলেও অবতরণের পর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সিলেটের যাত্রীরা নেমে গেলেও ঢাকাগামী ২৩ যাত্রী বিমানবন্দরে আটকা পড়েন। ঢাকা থেকে বিকল্প উড়োজাহাজ সিলেটে এসে দুপুর আড়াইটার দিকে আটকে পড়া যাত্রীদের নিয়ে যায়। ত্রুটিযুক্ত বিমানটি ঠিক করতে ঢাকা থেকে কারিগরি দল এসে কাজ শুরু করেছেন বলে জানা গেছে।
×