ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিমে আরও ১০ হাজার বাংলাদেশী শিক্ষার্থীকে বৃত্তি দিবে ভারত

প্রকাশিত: ০৩:৫২, ৩০ এপ্রিল ২০১৭

মুক্তিযোদ্ধা স্কলারশিপ  স্কিমে আরও ১০ হাজার  বাংলাদেশী শিক্ষার্থীকে বৃত্তি দিবে ভারত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মুক্তিযোদ্ধা স্কলারশিপ স্কিমের আওতায় আরও ১০ হাজার বাংলাদেশী শিক্ষার্থী ৩৫ কোটি রুপীর ভারতীয় বৃত্তি পাবে। নতুন স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা একসঙ্গে ২০ হাজার এবং স্নাতক পর্যায়ে ৫০ হাজার টাকা হারে এ বৃত্তি পাবে। শনিবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকার এবং আওয়ামী লীগ কখনও ভারত বিরোধী না। ভারত আমাদের স্বাধীনতাযুদ্ধে সাহায্য-সহযোগিতা করেছে। ভারতের বিরুদ্ধে আমরা কখনও যেতে পারি না। কোন কোন মহল সবসময় ভারত বিরোধিতা করে। বিশেষ করে ভোটের সময়। সব সময় ভারত বিরোধিতার রেকর্ড বাজায়। সে ভাঙ্গা রেকর্ড এখন আর চলবে না। বর্তমান আওয়ামী লীগ সরকার ভারতের স্বার্থ রক্ষা করে চলছে বলে বিএনপি যে অভিযোগ করেছে এর উত্তরে গণপূর্তমন্ত্রী একথা বলেন।
×