ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নর্থ সাউথ ভার্সিটিতে শেষ হলো ‘ক্যাপস্টোন ইনোভেশন চ্যালেঞ্জ’

প্রকাশিত: ০৩:৫২, ৩০ এপ্রিল ২০১৭

নর্থ সাউথ ভার্সিটিতে শেষ হলো ‘ক্যাপস্টোন ইনোভেশন  চ্যালেঞ্জ’

সম্প্রতি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শেষ হয়েছে ‘ক্যাপস্টোন ইনোভেশন চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের এসিএম স্টুডেন্ট চ্যাপ্টারের সহযোগিতায় ইলেক্ট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিষ্ঠার পর থেকে ইসিই বিভাগ ‘ক্যাপস্টোন ডিজাইন প্রজেক্ট’ প্রতিযোগিতার আয়োজন করে আসছে। তিন পর্বে বিন্যস্ত প্রতিযোগিতায় ছিল ‘কানেকটিং দ্য ডটস্’, ‘ক্যাপস্টোন প্রজেক্ট শো-কেস’ এবং ‘বিগ-ডাটা’ শীর্ষক সেমিনার। ‘কানেকটিং দ্য ডটস্’ পর্ব বিভিন্ন ক্ষেত্রে উদীয়মান শিল্পপ্রতিষ্ঠানের নির্বাহী এবং সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষবিদদের বক্তব্য। দ্বিতীয় পর্বে ‘ক্যাপস্টোন প্রজেক্ট শো-কেস’ প্রদর্শনীতে নিজেদের নির্মিত প্রকল্পসমূহ বিচারক, ফ্যাকাল্টি মেম্বার ও দর্শনার্থীদের সামনে শিক্ষার্থীরা প্রদর্শন করে। মোট ১৪০ শিক্ষার্থী ৪৫টি দলে ভাগ হয়ে প্রকল্প প্রদর্শনীতে অংশ নেয়। প্রতিযোগিতার শেষ পর্বে ছিল ‘বিগ-ডাটা’ শীর্ষক সেমিনার। ‘বিগ-ডাটা’ ব্যবহারকারী শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ যাতে একসঙ্গে কাজ করতে পারে সেজন্যই এ সেমিনারের আয়োজন। সেমিনারে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান। সেমিনারে স্কুল অব ইঞ্জিনিয়ারিং এবং ফিজিক্যাল সায়েন্সেসের ডিন ড. সিরাজুল ইসলাম ও ইলেক্ট্রিক্যাল এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল বারীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি
×