ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উচ্চ মাধ্যমিক হিসাববিজ্ঞান

প্রকাশিত: ০৩:৪৭, ৩০ এপ্রিল ২০১৭

উচ্চ মাধ্যমিক হিসাববিজ্ঞান

মোঃ ফজলুর রহিম রিমন প্রভাষক হিসাববিজ্ঞান হলিফ্লাওয়ার মডেল কলেজ, ঝিগাতলা, ঢাকা। ইমেইল- [email protected] মোবাইল : ০১৬৮০৫৫১৬৫৪ ষষ্ঠ শ্রেণির গণিত ও জেএসসির প্রস্তুতি মোঃ মাসুদ খান সহকারী শিক্ষক (গণিত ও বিজ্ঞান) মেট্রোপলিটন ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজ, ডেমরা, ঢাকা। ই-মেইল: সধংযঁফ.শযধহ.সপংপ@মসধরষ.পড়স অধ্যায় Ñ ২ জীবের বৃদ্ধি ও বংশগতি জ্ঞানমূলক প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পাঠ Ñ ৫ ও ৬ ৫৯। বৃদ্ধি ও অযৌন জননের জন্য কোন কোষ বিভাজন অপরিহার্য? হৃ মাইটোসিস ৬০। দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন হলে তাকে কী বলে? হৃ ডিপ্লয়েড ৬১। মিয়োসিস কোষ বিভাজনে জননকোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কত? হৃ অর্ধেক ৬২। মিয়োসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কয়টি কোষের সৃষ্টি হয়? হৃ চারটি ৬৩। কোন কোষ বিভাজন দ্বারা বংশগতির ধারা অব্যাহত থাকে? হৃ মিয়োসিস ৬৪। কোন বিভাজনের সময় কোষ পরপর দুবার বিভাজিত হয়? হৃ মিয়োসিস পাঠ: ৭-৯ ৬৫। মাতাপিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান-সন্ততিতে সঞ্চারিত হয় তাকে কী বলে? হৃ বংশগতি ৬৬। বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন কে? হৃ গ্রেগর জাহান মেন্ডেল ৬৭। বংশগতির জনক কে? হৃ গ্রেগর জাহান মেন্ডেল ৬৮। প্রতিটি ক্রোমোজোমের প্রধান কয়টি অংশ থাকে? হৃ ২টি ৬৯। নিউক্লিক এসিড কয় ধরনের? হৃ ২ ধরনের ৭০। ক্রোমোজোমের প্রধান উপাদান কী? হৃ ডি.এন.এ ৭১। ডি.এন.এ এর পূর্ণনাম লিখ। হৃ ডি-অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ৭২। ক্রোমোজোমে অবস্থিত ডি.এন.এ কে কী বলে? হৃ জিন ৭৩। আর.এন.এ এর পূর্ণনাম লিখ। হৃ রাইবো নিউক্লিক অ্যাসিড ৭৪। মানুষের চুলের রং নিয়ন্ত্রণ করে - হৃ ডি.এন.এ ৭৫। মানুষের চামড়ার রং নিয়ন্ত্রণ করে - হৃ ডি.এন.এ ৭৬। কাকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়? হৃ ক্রোমোজোমকে ৭৭। মানবদেহে কোমোজোমের সংখ্যা কতটি? হৃ ৪৬টি
×