ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিসরে খ্রিস্টানদের সংহতি জানাতে কায়রোয় পোপ

প্রকাশিত: ০৩:৩৮, ৩০ এপ্রিল ২০১৭

মিসরে খ্রিস্টানদের সংহতি জানাতে কায়রোয় পোপ

পোপ ফ্রান্সিস শনিবার মিসরের ক্ষুদ্র ক্যাথলিক সম্প্রদায়ের এক গণঅনুষ্ঠানে নেতৃত্ব দেবেন বলে কথা রয়েছে। গীর্জায় সাম্প্রতিক মারাত্মক সিরিজ বোমা হামলার পর খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি সমর্থন জ্ঞাপনের জন্য দেশটিতে সফরে গেছেন। খবর এএফপির। বিশ্বের ১শ’ ৩০ কোটি খ্রিস্টান ধর্মালম্বীর নেতা ফ্রান্সিস কায়রোর উপকণ্ঠে এক স্টেডিয়ামে ৩০ হাজার ধর্মবিশ্বাসীর এক গণঅনুষ্ঠানে নেতৃত্ব দেবেন। দেশে কপ্টিক, আর্মেনীয়, মারোনাইট ও মেলকাইট সকল ক্যাথলিক সম্প্রদায়ের সদস্যরা অনুষ্ঠানে যোগ দেবেন। মিসরে ক্যাথলিক সম্প্রদায়ের সংখ্যা প্রায় ২ লাখ ৭২ হাজার। এ আর্জেন্টাইন ধর্মগুরু গণঅনুষ্ঠানে সঠিক ধর্মীয় আচরণের ওপর বক্তব্য রাখবেন। তিনি আরবী ও ল্যাটিন ভাষায় ভাষণ দেবেন। কায়রোতে ডিসেম্বরে বোমা হামলায় ২৯ জন এবং রাজধানীর উত্তরাঞ্চলে এ মাসের প্রথম দিকে ৪৫ জন নিহত হয়। এ সকল হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপ।
×