ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে অপ্রাপ্ত বয়স্কদের ভায়োলেন্স ছবি দেখা নিষিদ্ধ হচ্ছে

প্রকাশিত: ০৩:৩৮, ৩০ এপ্রিল ২০১৭

নিউজিল্যান্ডে অপ্রাপ্ত বয়স্কদের ভায়োলেন্স ছবি দেখা  নিষিদ্ধ হচ্ছে

নিউজিল্যান্ডের চলচ্চিত্র ও সাহিত্য বিষয়ক দফতর ১৮ বছরের কম বয়সীদের অভিভাবকের উপস্থিতি ছাড়া আত্মহত্যা প্রবণতা সৃষ্টি করে এমন ছবি দেখার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। খবর গার্ডিয়ান। বর্তমানে যে আইন প্রচলিত আছে তা ১৬ অথবা ১৭ বছরের কিশোর কিশোরী বা উঠতি বয়সী তরুণ-তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা রুখতে পর্যাপ্ত নয় বলে বলে আরপি-১৮ নামের এই সেন্সরশীপ আরোপ করা হলো। এ ধরনের নিষেধাজ্ঞা জারির তাৎক্ষণিক কারণ হিসেবে উল্লেখ করা যায়, এক কিশোরীর ধর্ষণ পরবর্তী আত্মহত্যা ও তার রেখে যাওয়া একটি সুইসাইড নোট নিয়ে নির্মিত সিরিয়াল বা চলচ্চিত্র। নিউজিল্যান্ডের এক সিরিয়াল নির্মাতা গত মার্চের শেষ দিকে হানা বেকার নামের এক নির্যাতিত মেয়ে আত্মহত্যার ঘটনা নিয়ে একটি সিরিয়াল প্রচার করে। এই সিরিয়ালে আত্মহত্যার কারণ ব্যাখ্যা করে হানা বেকার যে চিরকুট রেখে যায়Ñতাতে আত্মহত্যার যৌক্তিকতা তুলে ধরে বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয়েছে। মোট ১৩টি টেপে তার আত্মহত্যার কারণগুলো বর্ণিত হয়েছে। এ বিষয়ে শ্রেণী বিন্যাস কাজে নিয়োজিত কর্মকর্তারা বলেন, আত্মহত্যার পক্ষে যুক্তি দিতে গিয়ে সিরিয়াল নির্মাতারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক দিক নির্দেশনা অনুসরণ করেননি।
×