ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

প্রকাশিত: ০৩:৩৮, ৩০ এপ্রিল ২০১৭

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা  চালাল উত্তর  কোরিয়া

আন্তর্জাতিক সতর্কতা উপেক্ষা করে নতুন করে উত্তর কোরিয়া শনিবার আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সূত্রে এ খবর জানা গেছে। খবর বিবিসির। শনিবার ভোরে ওই পরীক্ষা চালানো হয়। কিন্তু ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি বিস্ফোরিত হয়। গত দুই সপ্তাহে এটা উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা যা ব্যর্থ হলো। উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরে সাউথ পেওংগান প্রদেশের একটি সাইট থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এই ঘটনার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এর মাধ্যমে উত্তর কোরিয়া চীন এবং চীনে প্রেসিডেন্টকে ‘অসম্মান’ করেছে। টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে চীন ও চীনের প্রেসিডেন্টের ইচ্ছাকে অসম্মান করেছে। যদিও আজকের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে।
×