ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিশু সুমাইয়াকে ভারতে পাচারের উদ্দেশে অপহরণ করেছিল বৃষ্টি

প্রকাশিত: ০৭:৫৩, ২৯ এপ্রিল ২০১৭

শিশু সুমাইয়াকে ভারতে পাচারের উদ্দেশে অপহরণ করেছিল বৃষ্টি

স্টাফ রিপোর্টার ॥ কামরাঙ্গীরচর থেকে শিশু সুমাইয়া অপহরণের হোতা সাবিনা আক্তার বৃষ্টি অন্তত দশ বছর ধরে অপহরণ, মাদক, অসামাজিক কর্মকা-সহ নানা অপরাধমূলক কর্মকা-ে জড়িত। সুমাইয়াকে ভারতে পাচারের উদ্দেশ্য ছাড়াও কিডনি বিক্রির জন্য অপহরণ করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তিনদিনের রিমান্ডে থাকা বৃষ্টি ও তার পিতা এ ব্যাপারে মুখ খোলেনি। একটি শক্তিশালী অপরাধ চক্রের নেটওয়ার্কের সঙ্গে বৃষ্টি জড়িত থাকার সন্ধান পেয়েছে পুলিশ। চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। অপহরণের ২৪ দিন পর পুলিশ সুমাইয়াকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেয় বৃহস্পতিবার। কামরাঙ্গীরচর থানার ওসি শাহীন ফকির বলছেন, অপহরণের ঘটনায় আটক পাঁচ জনের মধ্যে বৃষ্টি ও তার পিতাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের তিনদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলছেন। ১৩ বছর বয়সে বৃষ্টি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শুরু হয় তার নষ্ট জীবন। নানা অসামাজিক কর্মকা-ে জড়িয়ে পড়ে। মাদক ব্যবসায় জড়িয়ে গড়ে তোলে সিন্ডিকেট। পাশাপাশি অপহরণ বাণিজ্যেও জড়িয়ে পড়ে। বৃষ্টির পরিবারের সবাই মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। এই পুলিশ কর্মকর্তা বলছেন, বৃষ্টি নিয়মিত ভারতে যাতায়াত করেছে। ধারণা করা হচ্ছে, সুমাইয়াকে ভারতে পাচারের উদ্দেশে অপহরণ করা হয়েছিল। আনুষঙ্গিক প্রক্রিয়া এবং আরও শিশু অপহরণ করে একত্রে পাচারের উদ্দেশে ওই বাসায় সুমাইয়াকে আটক রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
×