ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪৩, ২৯ এপ্রিল ২০১৭

টুকরো খবর

জমি নিয়ে বিরোধে হামলা নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৮ এপ্রিল ॥ মুসল্লিদের সমানে তিন নারীসহ চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। তাদের বিবস্ত্র করে মাটিতে ফেলে পা দিয়ে মাড়ানো হয়েছে। এক অন্তঃসত্ত্বা নারীর এক পা ও অপর এক নারীর এক হাত ভেঙ্গে দেয়া হয়েছে। শুক্রবার দুপুরে বাউফলের মদনপুর ইউনিয়নের দ্বিপাশা গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের খালেক হাওলাদারের সঙ্গে প্রতিবেশী মফিজ মোল্লার জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন দুপুর দেড়টার দিকে খালেক হাওলাদার বাড়ির সামনে মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়ার পথে প্রতিপক্ষ মফিজ মোল্লার ছেলে রিয়াজ, সজিব, সোহাগ, মিলন ও রাইসুল তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় তার চিৎকারে স্ত্রী রেনু বেগম, ভাইয়ের মেয়ে মাহিনুর ও অন্তঃসত্ত্বা জেসমিন এগিয়ে এলে তাদের এলোপাতাড়ি পেটানো হয়। একপর্যায়ে টেনে-হিঁচড়ে তাদের পরনের কাপড় ছিঁড়ে প্রায় বিবস্ত্র করে ফেলে। এরপর চুলের মুঠি ধরে মাটিতে ফেলে পা দিয়ে মাড়ানো হয়। এতে মাহিনুর বেগমের বাম হাত ও জেসমিনের বাম পা ভেঙ্গে যায়। পানিতে ডুবে শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা,পটিয়া, চট্টগ্রাম, ২৮ এপ্রিল ॥ পানিতে ডুবে পটিয়ায় কারিনা আকতার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে জিরি ইউনিয়নের মালিয়ারা গ্রামের কামাল হোসেনের কন্যা। শুক্রবার দুপুর ১২টায় পুকুরে গোসল করতে নেমে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির কর্মরত কনস্টেবল জসিম উদ্দিন বলেন, শিশুটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্টেনের কেজি ওয়ানের ছাত্রী ছিল। মেধাবীদের পুরস্কার প্রদান নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২৮ এপ্রিল ॥ সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও শরীফ রায়হান কবিরের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্প্রতি জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। এছাড়া বক্তব্য রাখেনÑ যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী আহমেদ কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল প্রমুখ। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৮ এপ্রিল ॥ টানা বর্ষণে ব্যাপক ফসলহানি ঘটেছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে দু’শ কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলীকে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। এর আগে তিনি লক্ষ্মীপুর সদর ও কমলনগরে কয়েকটি ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেন। শুক্রবার দুপুরে কমলনগর উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি কৃষককদের সঙ্গে সমবিনিময় সভায় মিলিত হন। কৃষি বিভাগ প্রাথমিকভাবে এ ক্ষতির পরিমাণ জানিয়েছে এক শ’ কোটি টাকা। এতে ফসলহানি ঘটেছে প্রায় ৩৫ হাজার হেক্টর জমির। মতবিনিময়কালে এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-প্রধান আজিজুন নাহার শ্যামলী, কুমিল্লার বিএডিসির নির্বাহী প্রকৌশলী নুরনবী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম প্রমুখ। অস্ত্রসহ যুবক আটক স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ গজারিয়ায় বিশেষ অভিযানে শুক্রবার ভোরে অস্ত্র ও গুলিসহ হেদায়েত উল্লাহ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। হেদায়েত উল্লাহ গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের মনির হোসেনের ছেলে। পুলিশ জানায়, একমাস ধরে গজারিয়ায় বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ। এরই অংশ হিসেবে শুক্রবার ভোরে গজারিয়ার হোগলাকান্দি গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় সাটার গান, দুই রাউন্ড শটগানের গুলি ও এক রাউন্ড থ্রি-নটÑথ্রি রাইফেলের গুলিসহ আটক করা হয়। কালীগঞ্জে বস্ত্র ও কুটিরশিল্প পণ্যমেলা স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শেখ হাসিনার সরকার ছাড়া দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীসমাজের ভাগ্য উন্নয়নের কথা কেউ ভাবে না। অথচ নির্বাচন এলেই বিভিন্ন দলের প্রার্থী নারীদের কাছে ভোটের জন্য ছুটে যায়। নির্বাচিত হলে নারীদের খবর আর রাখে না। তিনি শুক্রবার কালীগঞ্জে উপজেলা পর্যায়ে গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্যোগে বস্ত্র ও কুটিরশিল্প পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কালীগঞ্জের শহীদ ময়েজ উদ্দিন মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান। কালীগঞ্জ মহিলাবিষয়ক অফিসার শাহানাজ আক্তার ও মহিলা সংস্থার উপজেলা সমন্বয়কারী জেসমিন বেগমের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ মহিলাবিষয়ক অধিদফতরের মহাপরিচালক সাহিন আহমেদ, পরিচালক একেএম মিজানুর রহমান, বিডব্লিউসিসিআইয়ের সহ-সভাপতি সেলিনা কাদের, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, গ্রামীণ নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশ প্রশিক্ষণ কর্মসূচীর প্রোগ্রাম ডিরেক্টর ফারহানা আখতার। মহিলাবিষয়ক অধিদফতর ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (বিডব্লিউসিসিআই) এ অনুষ্ঠানের আয়োজন করে। চিংড়ি পোনা অবমুক্ত নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২৮ এপ্রিল ॥ সীতাকু-ে ১২৫ ড্রাম চিংড়ি পোনা আটকপরবর্তী অবমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকার নদীতে এসব পোনা অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম রেজা। অবমুক্ত করা চিংড়ি পোনার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী উপজেলার নদী ও সাগর থেকে মশারির নেট দিয়ে নদী ও সমুদ্র থেকে চিংড়ি পোনা ধরে বিক্রি করে আসছিল। এ চিংড়ি পোনা ধরতে গিয়ে অসাধু ব্যবসায়ীরা নদী ও সাগরের বিভিন্ন প্রজাতির মাছ নষ্ট করেছে। বিনামূল্যে চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ এপ্রিল ॥ নওগাঁর রাণীনগর উপজেলার কামতা এসএন হাইস্কুলে প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী স্কুল প্রাঙ্গণে এই মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পিংয়ে ৫ শতাধিক রোগীদের বিনামূল্যে চিকিৎসা, প্যাথলজিক্যাল টেস্ট ও ওষুধ সরবরাহ করা হয়। এ সময় প্রাক্তন ছাত্রদের মধ্যে সহকারী অধ্যাপক আফজাল হোসেন, প্রধান শিক্ষক আবদুল হামিদ, ম্যানেজিং কমিটির সভাপতি সামছুর রহমান, ব্যাংকার গোপাল চন্দ্র, ব্যবসায়ী তৌহিদুল ইসলাম টুকু, প্রমুখ উপস্থিত ছিলেন।
×