ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভোলায় স্কুলছাত্র নিখোঁজ

প্রকাশিত: ০৫:৪২, ২৯ এপ্রিল ২০১৭

ভোলায় স্কুলছাত্র  নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৮ এপ্রিল ॥ সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামের মৃত কবির হোসেনের ছেলে নবম শ্রেণীর ছাত্র ইমরান নিখোঁজ হওয়ার পাঁচদিন পরও শুক্রবার পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরা কোথায়ও কোন সন্ধ্যান না পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিষয়ে ভোলা থানায় জিডি করেন। নিখোঁজের বড় ভাই শাহ জালাল জানান, তার ছোট ভাই ইমরান চন্দ্র প্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। ২৪ এপ্রিল দুপুর সাড়ে ১২টায় প্রথম সাময়িক পরীক্ষার হিসাববিজ্ঞান বিষয়ে পরীক্ষা দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে স্কুল থেকে বিকেলে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বিদ্যালয়ে খোঁজ নেয়া হলে শিক্ষকরা জানান, ইমরান ওইদিন বিদ্যালয়ের পরীক্ষায় অংশ নেয়নি। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার গায়ের রং ফসা, উচ্চতা আনুমানিক ৫ ফুট ও মুখম-ল গোলাকার। যদি কোউ তার সন্ধান দিতে পারেন তাকে ০১৭৭২-৫৭৫১৬৫ নাম্বারে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। বরিশাল স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, নগরীর দক্ষিণ আলেকান্দা ব্যাপ্টিস্ট মিশন রোডস্থ জামায়াত ইসলামের প্রতিষ্ঠান আল-ফারুক একাডেমির অষ্টম শ্রেণীর ছাত্র আইভী হাসান হৃদয় (১৩) গত বারোদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় হৃদয়ের পরিবার শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করতে গেলে কর্তব্যরত অফিসার নেই বলে সন্ধ্যায় আসার জন্য থানা থেকে ফিরিয়ে দেয়া হয়েছে। হৃদয় নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের ভাড়াটিয়া রাজমিন্ত্রি দেলোয়ার হোসেনের পুত্র। হৃদয়ের মা রাবেয়া বেগম জানান, আল-ফারুক একাডেমিতে প্রথম বার্ষিক পরীক্ষা দিচ্ছিল হৃদয়। গত ১৭ মার্চ পরীক্ষা শেষে বিকেলে তার মায়ের সঙ্গে ছোট ভাইয়ের দেখা করার জন্য আমতলাস্থ জামিয়া ইসলামিয়া তা’লীমুন নিসা নূরানী হাফিজী কওমী মাদ্রাসার যায়। ছোট ভাই সেখানকার পঞ্চম শ্রেণীর ছাত্র রহমতুল্লার সঙ্গে দেখা করে বাংলাবাজার এলাকায় পৌঁছলে মায়ের হাত ছেড়ে কিছুক্ষণ পরে আসছি বলে আসাদআলী গলি দিয়ে কোথাও চলে যায়। এরপর থেকে হৃদয় নিখোঁজ রয়েছে।
×