ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রানীশংকৈলে শিশুর গলা কাটা লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:৪১, ২৯ এপ্রিল ২০১৭

রানীশংকৈলে শিশুর গলা  কাটা লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৮ এপ্রিল ॥ রানীশংকৈল উপজেলায় আব্দুর রফি তুষার (৪) নামে এক শিশু অপহরণের দুইদিন পর শুক্রবার তার গলাকাটা অর্ধগলিত মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ। তুষার মুনিষগাঁও গ্রামের মাসুদ রানার ছেলে। শুক্রবার সকালে ওই উপজেলার মুনিষগাঁও গ্রামের একটি খড়ের পালা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই গ্রামের সিরাজ মাস্টার, রাজু, সাজু, শান্ত, মজিদসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শিশু তুষারের বাবা মাসুদ রানার অভিযোগ, গত বুধবার সকালে তার ছেলে বাড়ি থেকে বের হয়ে সিরাজ মাস্টারের বাড়িতে যায়। এর পর আর বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান মেলেনি। মজিদের ছেলে শান্ত মোবাইল ফোনে মুক্তিপণের পাঁচ লাখ টাকা দাবি করে বলে অভিযোগ করেন মাসুদ রানা। শুক্রবার সকালে সিরাজ মাস্টারের খড়ের পালা থেকে গলিত লাশের গন্ধ বের হলে এলাকাবাসীর সন্দেহ হয়। এর পর পুলিশ গিয়ে ওই শিশুর গলাকাটা মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। বরিশালে কিশোরী স্টাফ রিপোর্টার, বরিশাল থেকে জানান, প্রেমিকের মায়ের অশ্লীল বকুনিতে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে কিশোরী প্রেমিকা সুখী খানম (১৫)। পুলিশ নিহতের ময়নাতদন্ত শেষে শুক্রবার সকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে। ঘটনাটি বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের। জানা গেছে, ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী সাইদুর রহমানের কন্যা ও সলিয়াবাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সুখী খানমের সঙ্গে প্রতিবেশী সিদ্দিক রাঢ়ীর পুত্র সুজনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সুজনের মা শেফালী বেগম বৃহস্পতিবার দুপুরে সুখী ও তার মাকে জড়িয়ে আপত্তিকর কথা বলাসহ অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এতে অভিমান করে ওইদিন বিকেলে পরিবারের সবার অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে সুখী আত্মহত্যা করে। পটিয়ায় গৃহবধূ নিজস্ব সংবাদদাতা,পটিয়া থেকে জানান, পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর নাম টুম্পা মল্লিক (২৬)। সে স্বপন মল্লিকের স্ত্রী। শুক্রবার বেলা ১১টার সময় এই ঘটনা ঘটে। জানা গেছে, উপজেলার বড়লিয়া ইউনিয়নের মেলঘর গ্রামের স্বপন মল্লিকের সঙ্গে ধলঘাট এলাকার কাজল দে’র কন্যা টুম্পা মল্লিকের ৬ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে দুই কন্যা সন্তান রয়েছে। টুম্পা মল্লিকের সঙ্গে জা সুচিতা মল্লিকের প্রায় সময় ঝগড়া বিবাদ হয়ে আসছিল। শুক্রবার সকালে টুম্পা ও সুচিতার সঙ্গে পারিবারিক বিরোধ নিয়ে ঝগড়া হয়। ১১টার দিকে পরিবারের লোকজন টুম্পা মল্লিককে মুমূর্ষু অবস্থায় প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ডোমারে স্কুল ছাত্রীর আত্মহত্যা স্টাফ রিপোর্টর, নীলফামারী থেকে জানান, অষ্টম শ্রেণীর ছাত্রী সাথী রানী রায় (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা রমনীপাড়া গ্রাম হতে এই মরদেহ উদ্ধার করে জেলার মর্গে লাশের ময়নাতদন্ত করা হয়। নিহত সাথী ওই গ্রামের মৃত অমূল্য রায়ের মেয়ে ও ডোমার শহরের বালিকা বিদ্যানিকেতন (সরলা) বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। স্থানীয়রা জানায়, সহজ-সরল মেয়েটি বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে বাড়িতে এসে গৃহস্থালীর কাজ করে মা গীতারানীর সঙ্গে। সন্ধ্যার পর রাত নেমে এলে সাথী তার নিজ ঘরের আড়ার সঙ্গে পুরাতন শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
×