ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৫:৪১, ২৯ এপ্রিল ২০১৭

মাদারীপুরে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৮ এপ্রিল ॥ গত কয়েক দিনের বৃষ্টিতে জেলায় বোরো-ইরি ধান, পাট ও রবিশস্য পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও বেশিরভাগ ধান পাট পানির নিচে তলিয়ে রয়েছে। দেরিতে আবাদ হওয়া রবি শস্যেরও প্রচুর ক্ষতি হয়েছে। আর বৃষ্টি না হলে পানি সরে যাবে এবং বোরো ধানের কোন ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে না বলে কৃষি কর্মকর্তাদের দাবি। কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এ বছর জেলায় ৩৪ হাজার ৮শ’ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে এর মধ্যে দুর্যোগকবলিত জমির পরিমাণ ছিল ৭৫ হেক্টর। ৩৪ হাজার ৮৯২ হেক্টর পাট চাষ হয়েছে এর মধ্যে দুর্যোগকবলিত ১ হাজার ৬৭৫ হেক্টর। কয়েকদিন বৃষ্টি হওয়ার পরও কৃষি অফিস বলছে এই পানিতে তেমন কোন ক্ষতি হবে না। অথচ তাদের প্রতিবেদনে রয়েছে সম্পূর্ণ নিমজ্জিত জমি ৪৫০ হেক্টর আর আংশিক নিমজ্জিত জমি ১হাজার ২২৫ হেক্টর। সরজমিনে দেখা গেছে, সদর উপজেলার ব্রাহ্মন্দী, পেয়ারপুর, আমবাড়ি, বড়বাড্ডা, বালিয়া খালপাড়, শিবচর উপজেলার চরজানাজাত, কাঁঠালবাড়ী, মাদবরেরচর, বন্দরখোলা, রাজৈর উপজেলাসহ কালকিনি উপজেলার সমিতির হাট, কাশিমপুর ও আলীনগরসহ বেশ কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের কারণে জমির পাকা ধান, পাট ও মেছতা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ওই সব এলাকার ফসলি জমির বেশির ভাগ পানিতে তলিয়ে রয়েছে। ফলে স্থানীয় কৃষকেরা পড়েছে চরম বিপাকে। বেশির ভাগ কৃষক বছরে একবার চাষ করে পরিবারের সব খরচ বহন করে। এ সব এলাকার নিম্ন অঞ্চলের জমিতে একবারের বেশি ফসল করা যায় না। তলিয়ে যাওয়া জমির অধিকাংশ এক ফসলি। কৃষক জলিল ও আলেপ, রহমত আলী, সিকিন আলী, ছাত্তার হাওলাদার, সোবাহান ব্যাপারি, কামরুল হোসেন বলেন, ‘আমাগো ফসলের জমিতে যে পরিমাণ বৃষ্টির পানিতে ক্ষতি হয়েছে তা আমরা কি দিয়ে পুষিয়ে নেব? এখনও অনেক পাকা, আধাপাকা ধান পানির নিচে। পাট সে তো এখনও তেমন বড় হয় নাই। তারপরও পানি নিচে রয়েছে বেশির ভাগ পাট। পানি স্থায়ী হলে এ সব পচে যাবে।’ এ বিষয়ে মাদারীপুর জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ‘বৃষ্টিতে তেমন কোন ক্ষতি হয়নি। তবে যেখানে পানি জমে রয়েছে সেখান থেকে পানি সরানোর জন্য ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বারদের পরামর্শ দিয়েছি যত তাড়াতাড়ি পানি সরানোর ব্যবস্থা করা যায়।
×