ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৪১, ২৯ এপ্রিল ২০১৭

টুকরো খবর

সন্ত্রাসী হামলায় আহত ১৩ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভোরে জমি দখলে বাধা দেয়ায় ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালিয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ, কলেজছাত্রসহ কমপক্ষে ১৩ জনকে আহত করেছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় বকুল বেগম নামের গৃহবধূকে বরিশাল শেবাচিম হাসপাতালের আইসিইউতে ও ১০ জনকে একই হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার ঘটনাটি ঘটেছে উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামে। জানা গেছে, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে ওই গ্রামের প্রভাবশালী আকবর ব্যাপারী, মিন্টু ব্যাপারী ও মহিন ব্যাপারী ৩০-৩৫ ভাড়াটে সন্ত্রাসী নিয়ে বুধবার ভোরে প্রতিপক্ষ অসহায় হতদরিদ্র হারুন ব্যাপারী, আবুল হোসেন ও ভাষাই ব্যাপারীর ৬০ বছরের ভোগ দখলীয় পৈত্রিক জমিতে জোরপূর্বক ঘর উত্তোলন করে দখলের চেষ্টা করে। এ সময় তাদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ও উপর্যুপরিভাবে কুপিয়ে আবুল ব্যাপারী, বকুল বেগম, অন্তঃসত্ত্বা রোজিনা বেগম, রোকেয়া বেগম, রুহিত ব্যাপারী, মিজানুর রহমান, কহিনুর বেগম, হারুন ব্যাপারী, কলেজছাত্র রাসেল, শিশু জান্নাতিসহ ১৩ জনকে আহত করে। স্ত্রী নির্যাতনকারী স্বামী গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ দাম্পত্য কলহের জের ধরে গভীর রাতে দুই সন্তানের জননী গৃহবধূকে শিকল দিয়ে বেঁধে লোহার গরম রড ও খুন্তি দিয়ে শরীরের বিভিন্নস্থানে ছ্যাঁকা দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী পাষ- স্বামী বাদল মৃধাকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। জেলার গৌরনদী মডেল থানার এসআই রঞ্জন শরিফাবাদ এলাকা থেকে বাদল মৃধাকে গ্রেফতার করেন। সূত্র মতে, উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের যুগীহাটি গ্রামের আজিজ হাওলাদারের মেয়ে তাসলিমা বেগমের সঙ্গে দীর্ঘদিন পূর্বে গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামের প্রটকল (ভাড়ায় মোটরসাইকেল) চালক বাদল মৃধার বিয়ে হয়। বিয়ের পর কারণে অকারণে তাদের মধ্যে দাম্পত্য কলহের জের ধরে মঙ্গলবার গভীর রাতে বাদল মৃধা ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশে গৃহবধূ তাসলিমা বেগমকে শিকল দিয়ে বেঁধে লোহার গরম রড এবং খুন্তি দিয়ে শরীরের বিভিন্নস্থানে ছ্যাঁকা দেয়ার পর ক্ষতস্থানে লবণ ও মরিচের গুঁড়া ছিটিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে। বুধবার ভোরে মুমূর্ষু অবস্থায় তাসলিমা বেগমকে তার বাবার বাড়ির লোকজন উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সন্ত্রাসী গুলিবিদ্ধ ॥ তিন পুলিশ আহত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ অস্ত্র উদ্ধারের সময় আব্দুর রহিম (২৯) নামের এক সন্ত্রাসী পায়ে গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে নগরীর শিল্প ব্যাংক ভবনের পেছনের দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুটি ডাকাতি, একটি অস্ত্র ও একাধিক হত্যাচেষ্টা মামলার আসামি নগরীর ৫নং ঘাট এলাকার আব্দুর রহিমকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার নিকট অস্ত্র থাকার কথা স্বীকার করে। সে অনুযায়ী শুক্রবার ভোর ৪টার দিকে তাকে নিয়ে নগরীর শিল্প ব্যাংক ভবনের পেছন থেকে চার রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি উদ্ধার করে ফিরে আসার সময় রহিমের সহযোগী সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় সন্ত্রাসী রহিমের দুই পায়ে গুলি লাগে। এ ঘটনায় খুলনা থানার এক এসআইসহ পুলিশের তিন সদস্য আহত হন। গুলিবিদ্ধ আব্দুর রহিমকে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। জাতির পিতাকে শ্রদ্ধা নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ২৮ এপ্রিল ॥ টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজারে শ্রদ্ধা জানালেন ঢাকা ট্যাকসেস্ বার এ্যাসোসিয়েশনের আওয়ামী লীগ সমর্থিত নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার দুপুর আড়াইটায় এ্যাসোসিয়েশনের সভাপতি খোরশেদ আলমের নেতৃত্বে তারা টুঙ্গিপাড়ায় যান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে তারা ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন। এ সময় ঢাকা ট্যাকসেস্্ বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদিউজ্জামান, সহ-সভাপতি হাসান আলী, সংসদ সদস্য সোহরাব উদ্দিন, সম্মিলিত কর আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য শাহ কিরুল আহমেদ ও সদস্য সচিব বিধান বিহারী গোস্বামী, ছিদ্দিকুর রহমান মিঞা, মোস্তাফিজুর রহমান ও গোপালগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি এ্যাডভোকেট কাজী জীন্নাত আলীসহ দুই শতাধিক আইনজীবী সেখানে উপস্থিত ছিলেন। অস্ত্রধারী আটক স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তিন রাউন্ড গুলিভর্তি বিদেশী রিভলবারসহ হারুন মিরা নামের কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় নগরীসংলগ্ন দপদপিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হারুন ঝালকাঠির নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামের মোসলেম মিরার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, হামলা, চুরি, খুন ও অস্ত্রের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাব-৮-এর সিপিএসসির ডিএডি মামুনুর রশিদ খান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। পলিথিন জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর লঞ্চঘাটসংলগ্ন বান্দ রোড এলাকায় বিআরটিসি বাস থেকে বৃহস্পতিবার রাতে ১২শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বান্দ রোডে ভোলাগামী বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে ১০টি বস্তায় ১২শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। তবে এ সময় জড়িত কাউকে আটক করা যায়নি। কীর্তনখোলা নদী দখল স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের শায়েস্তাবাদ ব্রিজসংলগ্ন কীর্তনখোলা নদীর তালতলী পয়েন্টের নদী দখল করে নির্মাণাধীন ডাল মিল বর্ধিতকরণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নদীর তীরে বিআইডব্লিউটিএ’র জমির ভুয়া কাগজ বানিয়ে অবৈধভাবে জমি দখল করেছেন হারুন-অর রশিদ নামের প্রভাবশালী। তিনি ওই জমিতে ভাই ভাই ডাল মিল প্রতিষ্ঠান করেন। বর্তমানে তিনি মিলের ভবনের পেছনের অংশ বৃদ্ধি করতে নদী দখল করে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন। বিষয়টি দেখার কেউ নেই। সরেজমিন দেখা গেছে, ওই এলাকার নদীর পাড়ের অন্যান্য ঘরবাড়ির তুলনায় প্রভাবশালী হারুন প্রায় ২০ থেকে ২৫ ফুট নদী দখল করে ডাল মিলের পেছনের অংশ বৃদ্ধি করছেন। মাদক সেবনকালে ছাত্রলীগ নেতাসহ আটক ৬ সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম, ২৮ এপ্রিল ॥ মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে ছাত্রলীগ নেতাসহ ৬ যুবক ইয়াবা সেবনকালে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। জোরারগঞ্জ থানার ওসি জাহিদুল কবির জানান, বৃহস্পতিবার রাত ৮টায় একটি পরিত্যক্ত ঘরে স্থানীয় ২নং হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিফাত তার সহযোগী পাঁচ যুবক যথাক্রমে ফারুক মাঈন উদ্দিন টুটুল, সাজ্জাদ হোসেন ইমন, জাহেদ হোসেন সুজন ইয়াবা সেবন করেছিল। পুলিশ অতর্কিত উপস্থিত হয়ে ১০৫ ইয়াবা ও সেবনের সরঞ্জামাদিসহ হাতেনাতে আটক করে। যুবলীগ নেতা গ্রেফতার সংবাদদাতা, লালপুর, নাটোর, ২৮ এপ্রিল ॥ লালপুরে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহারুলকে আটক করেছে পুলিশ। তাকে লালপুর থানার একটি নাশকতা মামলায় আটক করা হয়। লালপুর থানার ওসি জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালপুর পৌর আওয়ামী লীগ কার্যালয়ের পাশে একটি মোটরসাইকেল মেকারের দোকান থেকে জাহারুলকে আটক করা হয়েছে। লালপুরের সিরাজীপুর গ্রামের মৃত লুৎফর রহমান ওরফে লুবা ম-লের পুত্র জাহারুল। তার বিরুদ্ধে লালপুর থানার একটি নাশকতা মামলা থাকায় আটক করা হয়েছে। আওয়ামী লীগের সম্মেলন নিয়ে উত্তেজনা স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আশুগঞ্জের লালপুরে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার বিকেল ৩টায় লালপুর এসকে দাস বিদ্যালয় প্রাঙ্গণে লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়ায় লালপুর ও এর আশপাশের এলাকায় রাত ১২টা পর্যন্ত সকল প্রকার সভা সমাবেশ, মিটিং-মিছিল, শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়ছার এক আদেশে সভা-সমাবেশ মিটিং-মিছিল নিষিদ্ধ করেন। দেড় হাজার ইয়াবাসহ বিক্রেতা আটক স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ র‌্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের অভিযানে দেড় হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে। শুক্রবার বেলা ১২টায় সৈয়দপুর উপজেলা শহরের রংপুর সড়কের হিলি মটরস এলাকা হতে তাকে আটক করা হয়। এ ঘটনায় বিকেল ৩টায় এক প্রেস বিফ্রিং এ ঘটনার কথা জানান র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম। র‌্যাব জানায়, সৈয়দপুর উপজেলা শহরের রংপুর সড়কের হিলি মটরস এলাকায় মাদক বিক্রেতা ইকবাল আলমকে দেড় হাজার ইয়াবাসহ আটক করা হয়।
×