ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রামেকের দুই ছাত্রাবাসের সব সিট বাতিল

প্রকাশিত: ০৫:৩৯, ২৯ এপ্রিল ২০১৭

রামেকের দুই ছাত্রাবাসের  সব সিট বাতিল

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) শহীদ কাজী নূরুন্নবী ও শহীদ মাঈনুল আহসান পিংকু ছাত্রাবাসের সব শিক্ষার্থীর বরাদ্দ সিট বাতিল করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার রামেকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৬ এপ্রিল নূরুন্নবী ও পিংকু হোস্টেলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে রামেক অধ্যক্ষ অধ্যাপক আনোয়ার হাবিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুমমেট পছন্দ করে আগামী ৩০ এপ্রিলের মধ্যে পুনরায় সিট বরাদ্দের জন্য শিক্ষার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে। রি-এ্যালোটমেন্ট কমিটির মাধ্যমে আগামী ৪ মে আবার নতুন করে সিট বরাদ্দ দেয়া হবে। পঞ্চম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য শহীদ কাজী নুরুন্নবী ছাত্রাবাস এবং প্রথম, তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য শহীদ মাঈনুল আহসান পিংকু ছাত্রাবাসে সিট বরাদ্দ দেয়া হবে বলেও একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রসঙ্গত, ৬ এপ্রিল রাতে রামেক ক্যাম্পাসে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় গোলাগুলির ঘটনা ঘটে। পরে পুলিশ ছাত্রবাসে তল্লাশি চালিয়ে ছাত্রশিবিরের পাঁচ নেতাকে গ্রেফতার করে।
×