ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফের ২ বছর মেয়াদ বাড়ল সিডিএ চেয়ারম্যান ছালামের

প্রকাশিত: ০৫:৩৬, ২৯ এপ্রিল ২০১৭

ফের ২ বছর মেয়াদ বাড়ল সিডিএ চেয়ারম্যান ছালামের

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে আবদুচ ছালামের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। সম্প্রদিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এ পদে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ওয়েল গ্রুপের চেয়ারম্যান আবদুচ ছালামের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ এ নিয়ে পঞ্চমবার বাড়ানো হলো। প্রজ্ঞাপনে বলা হয়, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োজিত আবদুচ ছালামের চুক্তির মেয়াদ পূর্বের ধারাবাহিকতায় ২৩ এপ্রিল ২০১৭ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধি করা হলো।’ এ প্রসঙ্গে আবদুচ ছালাম বলেন, সিডিএর চেয়ারম্যান হিসেবে দুই বছর মেয়াদ বাড়ানোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চট্টগ্রামবাসীর কাছে আমি কৃতজ্ঞ। চট্টগ্রামে যেসব উন্নয়ন প্রকল্প চলমান আছে এবং অনুমোদনের অপেক্ষায় আছে তা আগামী সময়ে শেষ করার জন্য সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘এসব প্রকল্প বাস্তবায়ন হলে আগামী পাঁচ বছরে চট্টগ্রাম পাল্টে যাবে।’ ২০০৯ সালের ২৩ এপ্রিল প্রথমবারের মতো সিডিএর চেয়ারম্যান পদে আসেন ছালাম। তিনিই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ পাওয়া প্রথম রাজনৈতিক ব্যক্তি। আবদুচ ছালামের মেয়াদেই সিডিএর তত্ত্বাবধানে নগরীতে বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণ করা হয়। ফ্লাইওভারটি নির্মাণের সময় ২০১২ সালের ২৪ নবেম্বর গার্ডার ধসে ১৩ জনের মৃত্যু হলে সমালোচনার মুখে পড়েন সিডিএ চেয়ারম্যান।
×