ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলেটে ফরমালিন নিয়ে ক্রেতারা উৎকণ্ঠায়

প্রকাশিত: ০৫:৩৫, ২৯ এপ্রিল ২০১৭

সিলেটে ফরমালিন নিয়ে  ক্রেতারা উৎকণ্ঠায়

স্টাফ রিপোর্টার ॥ সিলেটে খাদ্যে ভেজাল বন্ধে আগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও মাছ, সবজি ও ফল বাজারে দীর্ঘদিন ধরে বন্ধ সে কার্যক্রম। বাজার ঘুরে দেখা যায়, পণ্য ভেজাল মুক্ত কিনা তা জানে না বিক্রেতারা। তাই ফরমালিন নিয়ে ক্রেতারা রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়। দোকান ছাড়াও শহরের অলিগলি, ফুটপাথ, সর্বত্র বিক্রি হচ্ছে মৌসুমী ফল। ক্রেতারাও দল বেঁধে কিনছেন। কিন্তু এসব ফল কতটা খাদ্য উপযোগী সেটা জানেন না ক্রেতা বিক্রেতা কেউই। মাছ-সবজি বাজারের চিত্রও একই। এক বছর আগেও শহরের প্রতিটি বাজারে মোবাইল কোর্ট নিয়মিত ফরমালিন পরীক্ষা চালাত। পরীক্ষায় প্রায়ই ধরা পড়ত কেমিক্যালের উপস্থিতি। সাজা হতো, ভয়ে মানসম্পন্ন পণ্য বিক্রি শুরু করত ব্যবসায়ীরা। কিন্তু দীর্ঘদিন ধরে শহরের কোথাও মাছ, সবজি কিংবা ফল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা যায়নি। এতে উদ্বিগ্ন ক্রেতারা। প্রশাসনের নীরবতায় হতাশ ক্যাবও। অবশ্য জেলা প্রশাসক আশ্বাস দিলেন নজরদারি বাড়ানোর। সিলেট ক্যাব নির্বাহী কমিটির সদস্য কাউসার চৌধুরী বলেন, ‘অতি লোভের কারণে যারা ভোক্তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করব মোবাইল কোর্টটা যেন কঠোরভাবে এবং নিয়মিত করা হয়।’ সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেন, ‘জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেয়া আছে এবং আমাদের কর্মকর্তারা এটি পর্যবেক্ষণ করছে।’ প্রশাসনের কড়া মনিটরিংয়ের কারণে কয়েক বছর আগে প্রতি বাজারে ফরমালিন পরীক্ষার মেশিন রাখতে বাধ্য হয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু নজরদারি কমে যাওয়ায় সেগুলোও এখন উধাও।
×