ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৌদিতে নারী ক্রীড়া কলেজ স্থাপন অনিশ্চিত

প্রকাশিত: ০৫:৩০, ২৯ এপ্রিল ২০১৭

সৌদিতে নারী ক্রীড়া কলেজ স্থাপন অনিশ্চিত

সৌদি আরবে নারীদের জন্য প্রস্তাবিত একটি ক্রীড়া শিক্ষা কলেজ স্থাপনের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার দেশটির শূরা কাউন্সিলে বিষয়টি নিয়ে এক ভোটাভুটি হয়। এতে প্রস্তাবটির পক্ষে ৭৩ সদস্য ও বিপক্ষে ৫৭টি ভোট পড়ে। প্রস্তাবটি পাস হতে ৭৬ ভোটের প্রয়োজন ছিল। খবর এএফপির। যারা সৌদি আরবের নারীদের মধ্যে খেলাধুলা প্রসারের জন্য বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার পক্ষে ছিলেন, প্রস্তাবটি নাকচ হয়ে যাওয়ায় তারা হতাশ হয়েছেন। তবে শূরা সদস্য লিনা আলমাইনা বলেন, ‘আমাদের পক্ষে অধিকাংশ ভোট পড়েছে।’ লিনা একজন ক্রীড়া আইনজীবী এবং জেদ্দা ইউনাইটেড স্পোর্টস কর্পোরেশনের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রস্তাবটি শূরা কাউন্সিলে পাস না হওয়ায় তিনি দমে যাননি। তিনি বলেন, ‘আমরা যে দেশের নারীদের জন্য একটি ক্রীড়া শিক্ষা কলেজের ব্যাপারে আলোচনা করছি, এটাই একটা বড় ধরনের পরিবর্তন।’ প্রস্তাবনাটিতে শিক্ষা মন্ত্রণালয় ও জেনারেল অথোরিটি অব স্পোর্টস এর যৌথ উদ্যোগে কলেজটি স্থাপন করার কথা বলা হয়েছিল। সৌদি নারীদের ফিটনেস ও ক্রীড়া সম্পর্কিত বিজ্ঞান বিষয়ে শিক্ষা দেয়ার পাশাপাশি এই কলেজ থেকে শিক্ষা নিয়ে কয়েক মাসের মধ্যে নারীদের স্বাস্থ্য ও ফিটনেস ক্লাবগুলোতে চাকরি পাবার মতো যোগ্য করে তোলাই ছিল কলেজটির লক্ষ্য। জেনারেল অথোরিটি অব স্পোর্টস এর নারী বিষয়ক ভাইস প্রেসিডেন্ট প্রিন্সেস রিমা বিনতে বান্দার বিন সুলতান মার্চ মাসে রিয়াদ চেম্বার অব কমার্সে নারী হেলথ ক্লাব মালিকদের সঙ্গে এক বৈঠকে বলেন, শ্রম মন্ত্রণালয়, নগর মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রতিটি জেলা ও এলাকায় নারীদের জন্য ব্যায়ামাগার স্থাপনে আরও ছাড়পত্র দেয়া হবে। আলমাইনা বলেন, সৌদি আরবে ক্রমবর্ধমান নারী ক্রীড়া শিল্পে অংশ গ্রহণে সক্ষম করে তোলার জন্য নারী পেশাদার ক্রীড়া বিশেষজ্ঞ তৈরি করা জরুরী। নারী ক্রীড়াঙ্গনের মতো স্থানে বিদেশী পেশাদার ক্রীড়া বিশেষজ্ঞ স্থলে অধিক সংখ্যক সৌদি নারীদের নিয়োগ দেয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
×