ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গণগ্রন্থাগারে ‘রবীন্দ্রনাথ ২০১৭’ প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো

প্রকাশিত: ০৫:২৬, ২৯ এপ্রিল ২০১৭

গণগ্রন্থাগারে ‘রবীন্দ্রনাথ ২০১৭’ প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার শো

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৭ মে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মদিন। কবিগুরুর জন্মদিন উপলক্ষে নির্মিত হয়েছে ‘রবীন্দ্রনাথ ২০১৭’ শীর্ষক প্রামাণ্যচিত্র। শুক্রবার রাজধানীর সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন ইমেরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী এবং রবীন্দ্র গবেষক-ভাষা সংগ্রামী আহমদ রফিক। স্বাগত বক্তব্য রাখেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা শ্যামল চন্দ্র নাথ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝর্না সরকার। আলোচনায় প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিক বলেন, ১৯০৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুর পতিসরে সমবায় ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বনির্ভর গ্রামবাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। চেয়েছিলেন আত্মনির্ভরশীল মানুষ তৈরি করতে। পরে ব্যাংকটি যখন অর্থাভাবে পড়ে, তখন নিজের নোবেল পুরস্কার থেকে পাওয়া এক লাখ ১২ হাজার টাকা তিনি এই ব্যাংকে দেন। আহমদ রফিক আরও বলেন, গ্রামবাংলার মেহনতি খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গে ক্ষ্দ্রু ঋণের ধারণা প্রবর্তন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সভ্যতার সঙ্কট’ প্রবন্ধটি নিয়ে আলোচনা করতে গিয়ে আহমদ রফিক বলেন, এই প্রবন্ধে যেন রবীন্দ্রনাথ ঠাকুরের আত্ম-উপলব্ধি ও আত্ম-উন্মোচনের পরিচয় পাওয়া যায়। সেখানে উঠে আসে সমাজ ও সভ্যতার কথা, উঠে আসে অর্থনীতি নিয়ে তার ভাবনার কথাও। প্রামাণ্যটিত্র প্রসঙ্গে আহমদ রফিক বলেন, রবীন্দ্রনাথ বাংলাদেশে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে কতগুলো বিতর্ক বাংলাদেশে অহেতুকভাবে জন্ম দেয়া হয়েছে। তবে শ্যামল চদ্র নাথ যে এই কাজ করেছে তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি মনে করি। সাম্প্রদায়িকতা ও শ্রেণী বিভাজনের ঘেরাটোপ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যকে উদ্ধার করেছিলেন বলে মন্তব্য করেন ইমেরিটাস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দাসত্ব থেকে বেরিয়ে এসে মুক্তির পথ বাতলে দিয়েছিলেন। আমাদের মুক্তি সংগ্রামের প্রতিটি ধাপে ধাপে তার ভূমিকা অসাধারণ। প্রামাণ্যচিত্রটি প্রসঙ্গে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, প্রত্যেক যুগ, প্রত্যেক মানুষ রবীন্দ্রনাথকে নিজের মতো করে ব্যাখ্যা করবে। ব্যাখ্যার যে ব্যাপকতা সেটা রবীন্দ্রনাথের মধ্যে আছে। রবীন্দ্রনাথকে নিয়ে এত কাজ হয়েছে আসলে এর ভেতরে ঢোকাটাই একটা দুঃসাহসিক কাজ। ২০১৭ সালে এসেও কয়েকজন মানুষ রবীন্দ্রনাথকে কিভাবে উপলব্ধি করছে সেই বিষয়টিই আমরা এই প্রামাণ্যচিত্রে দেখছি। স্বাগত বক্তব্যে নির্মাতা শ্যামল চন্দ্র নাথ বলেন, এই প্রামাণচিত্রে কতটা কি করতে পেরেছি তা জানি না, তবে আমি রবীন্দ্রনাথকে তুলে ধরার চেষ্টা করেছি বিভিন্ন তথ্য-উপাত্ত ও দুই বাংলা যশস্বী ব্যক্তিদের মূল্যায়নের মধ্য দিয়ে। ফুলফ্রেম মিডিয়ার প্রযোজনা ও পরিবেশনায় ‘রবীন্দ্রনাথ ২০১৭’ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন শ্যামল চন্দ্র নাথ। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান প্রজন্ম ক্রমেই ইতিহাস বিমুখ হয়ে শেকড়চ্যুত হয়ে পড়ছে, বাঙালীর গৌরবজ্জ্বল অতীত তারা জানে না। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে তাদের ধারণা অতি সামান্য। মাতৃভাষা চর্চার প্রতি এদের অনিহা। অথচ এ দেশের তরুণরাই বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা কমিশন আন্দোলন, উনসত্তরের গণঅভ্যুত্থান এবং একাত্তরে সম্মুখ সমরের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছে। এই অশনিসংকেত উত্তরণে সকল কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও মাতৃভাষা বাংলাকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে হবে।’ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ ইতিহাস পরিষদ আয়োজিত ৪৭তম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ‘ঘাতক নির্মূল আন্দোলনের স্মৃতিবাহী ১৯৯৩ সাল’ বইয়ের প্রকাশনা অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী রচিত ‘ঘাতক নির্মূল আন্দোলনের স্মৃতিবাহী ১৯৯৩ সাল’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হলো শুক্রবার। এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, দৈনিক মানবজমিনের ব্যবস্থাপনা সম্পাদক বাবর আশরাফুল হক, নারী উদ্যোক্তা লায়ন জেবীন সুলতানা কান্তা প্রমুখ। রাশেদ খান মেনন বইটির মোড়ক উন্মোচন করে বলেন, লেখক বইয়ের মধ্যে ইতিহাসের একটি কালপর্বকে বইয়ের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তার দিনলিপিটি সত্যিকারের তাৎপর্যপূর্ণ ইতিহাসের উপাদান। ঘাতক দালাল নির্মূল আন্দোলন আমাদের গণতান্ত্রিক আন্দোলনেরই একটি অংশ। ১৯৯১ সালের ডিসেম্বরে গোলাম আযমকে জামায়াতের আমির হিসেবে ঘোষণা করা হয়। আমরা অনেকেই তখন এর প্রতিবাদ করি যার ফসল ঘাতক দালাল নির্মূল কমিটি। আমরা দাবি তুললাম গোলাম আযমসহ যুদ্ধাপরাধীদের বিচার হতে হবে। বইটির মধ্য দিয়ে নতুন প্রজন্ম অনেক কিছু জানবার সুযোগ পাবে। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির চলচ্চিত্র প্রদর্শনী ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে আয়োজিত ‘নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসব’ বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসব। উৎসবে এপ্রিল মাসের নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয় শুক্রবার। এদিন শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৩টায় ও সন্ধ্যা ৭টায় এই প্রদর্শনী হয়। এছাড়া বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়েছে ‘সিনেমা ফাইভ আলাপ’। ‘সিনেমা ফাইভ আলাপ’ চলচ্চিত্র শিল্প বা চলচ্চিত্র-সংস্কৃতি বিষয়ক মতবিনিময়মূলক বক্তৃতা আয়োজন। শিল্পকলা কর্মচারী ইউনিয়নের নাট্যোৎসবের সমাপ্তি লাকী আখন্দকে উৎসর্গকৃত শিল্পকলা একাডেমি কর্মচারী ইউনিয়ন আয়োজিত পাঁচদিনের নাট্যোৎসব শেষ হলো শুক্রবার। ইউনিয়নের ৩৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ নাট্যোৎসবে সহযোগিতা করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি। যাতে দেশের ১০টি নাট্যদল ১০টি প্রযোজনা মঞ্চস্থ করে। শুক্রবার সমাপনী সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় লোকনাট্যদলের (সিদ্ধেশ্বরী) নাটক ‘কঞ্জুস’। মলিয়েরের ‘দ্য মাইজার’ অবলম্বনে নাটকটি রূপান্তর করেছেন তারিক আনাম খান এবং নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকী। একাডেমির পরীক্ষণ থিয়েটার জলে প্রাচ্যনাট মঞ্চস্থ করে নাটক ‘সার্কাস সার্কাস’। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। বিআইএমএ’র বৈশাখী উৎসব শুক্রবার ছুটির দিনের বিকেলে বৈশাখী উৎসবের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) এ্যালামনাই এ্যাসোসিয়েশন। বৈশাখ আবাহনের আয়োজনটি অনুষ্ঠিত হয় রাজধানীর সোবহানবাগের বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) প্রাঙ্গণে। বৈশাখী মেলার পাশাপাশি ছিল আলোচনা সভা ও সংগঠনের সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
×