ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রামেক হাসপাতালে জঙ্গী আবুর স্ত্রী সুমাইয়া

প্রকাশিত: ২১:০২, ২৮ এপ্রিল ২০১৭

রামেক হাসপাতালে জঙ্গী আবুর স্ত্রী সুমাইয়া

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপারেশন ‘ঈগল হান্টে’ নিহত জঙ্গী আবুর স্ত্রী সুমাইয়াকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত একটার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামেক হাসপাতালের একটি সুত্র জানায়, ঈগল হান্ট অপারেশনের সময় বৃহস্পতিবার বিকেল ৫টায় জঙ্গী আবুর স্ত্রী সুমাইয়াকে উদ্ধার করে সোয়াট। তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে থেকে গভীর রাতে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে জঙ্গি আবুর স্ত্রী সুমাইয়াকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো। সেখান থেকে রাতেই তাকে ১৩ নম্বর কেবিনে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাকে কড়া নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। রামেক হাসপাতাল সুত্র জানায়, সুমাইয়ার বাম পায়ে আঘাত আছে। তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। প্রসঙ্গত, ৯ বছর আগে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আব্বাস বাজার এলাকার সুমাইয়া বেগমের সঙ্গে আবুর বিয়ে হয়। এর পর থেকেই আবু শ্বশুরবাড়িতে থাকতেন। মাঝেমধ্যে বাড়ি আসতেন দেখা করতে। তাদের দুই মেয়ে নূরী (৮) ও সাজিদা (৬)। সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ যাপন করতেন আবু। বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নেরর শিবনগর গ্রামে জঙ্গী আস্তানায় অপারেশন ‘ঈগল হান্টে’ চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে জঙ্গি আবুসহ চারজন নিহত হয়েছেন। তবে বাকি তিনজনের পরিচয় এখনো জানা যায়নি।
×