ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দায়িত্ব পালনে সহযোগিতা চেয়ে মন্ত্রণালয়ে মেয়র মান্নানের চিঠি

প্রকাশিত: ০৮:০১, ২৮ এপ্রিল ২০১৭

দায়িত্ব পালনে সহযোগিতা চেয়ে মন্ত্রণালয়ে মেয়র মান্নানের চিঠি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মেয়র পদ ফিরে পেয়ে তার দায়িত্ব পালনে সহযোগিতা চেয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান। গত বুধবার ওই মন্ত্রণালয়ের সচিবের কার্যালয়ে চিঠিটি জমা দেয়া হয়েছে। মেয়র এমএ মান্নান বলেন, আদালতের নির্দেশে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত হওয়ায় মেয়রের দায়িত্ব ফিরে পেতে এখন আর কোন বাধা নেই। তারপরও নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেয়া হয়েছে। আগামী সপ্তাহে দায়িত্ব গ্রহণ করতে পারেন বলেও তিনি জানান। মেয়র মান্নানের আইনজীবী গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর মোরশেদ প্রিন্স বলেন, কারাগারে থাকাবস্থায় গত বছরের এপ্রিল মাসে নাশকতার একটি মামলায় মেয়র মান্নানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। আদালত অভিযোগপত্রটি গ্রহণ করায় গত বছরের ১৮ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত চিঠিতে মেয়র মান্নানকে সাময়িক বরখাস্ত করা হয়। উচ্চ আদালত থেকে সব মামলায় জামিন পেয়ে চলতি বছরের ৬ জানুয়ারি মেয়র অধ্যাপক এমএ মান্নান কারামুক্ত হন। ২৫ এপ্রিল ছিল নতুন করে আপীল আবেদন করার শেষদিন। শেষদিনেও আবেদন না করায় মেয়র মান্নানের বরখাস্তের আগের দেয়া স্থগিতাদেশ বহাল রয়েছে। তাই তার দায়িত্ব পালনেও আর কোন বাধা নেই। এরপরও দায়িত্ব পালনে সহযোগিতা চেয়ে তিনি গত ২৬ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দেন। কিন্তু এখনও চিঠির কোন উত্তর পাওয়া যায়নি।
×