ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

২১ শিল্প বাণিজ্যিক ও আবাসিক গ্রাহককে জরিমানা

প্রকাশিত: ০৮:০০, ২৮ এপ্রিল ২০১৭

২১ শিল্প বাণিজ্যিক ও আবাসিক গ্রাহককে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) স্পেশাল টাস্কফোর্সের অভিযানে আট লাখ ইউনিট বিদ্যুত চুরির ঘটনা ধরা পড়েছে। এই ঘটনায় ২১ শিল্প বাণিজ্যিক এবং আবাসিক গ্রাহককে দুই কোটি ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিচ্ছিন্ন করা হয়েছে ৪৮ বিদ্যুত সংযোগ। ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্সের প্রধান জয়ন্ত কুমার সিকদারের তত্ত্বাবধানে মতিঝিল, আদাবর, শেরেবাংলা নগর, কাকরাইল, নারায়ণগঞ্জ, মানিকনগর, খিলগাঁও ও শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। অন্যদিকে নারায়ণগঞ্জের শ্যামপুর এলাকায় অটোবাইকের গ্যারেজে মিটারে রিলে বসিয়ে বিদ্যুত চুরির ঘটনা ধরা পড়ে। টাস্কফোর্সের একাধিক টিমের অভিযানে গত ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত অভিযানে ২১ শিল্প, বাণিজ্যিক ও আবাসিক স্থাপনায় বিদ্যুত চুরি, রাজস্ব ফাঁকি, সীমাতিরিক্ত লোড ব্যবহারের বিষয় চিহ্নিত করছে। অভিযানে জব্দ করা হয় বাইপাসে ব্যবহৃত ৫০ মিটার সার্ভিস তার, ১৮ এনার্জি মিটার।
×