ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুজরাটের তৃতীয় জয়

প্রকাশিত: ০৭:৫০, ২৮ এপ্রিল ২০১৭

গুজরাটের তৃতীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) তৃতীয় জয় পেয়েছে গুজরাট লায়ন্স। বৃহস্পতিবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সুরেশ রায়নার গুজরাট। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৪ রানে অলআউট হয় বিরাট কোহলির বেঙ্গালুরু। সহজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৩.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত (১৩৫ রান) করে গুজরাট। টস জিতে ফিল্ডিং বেছে নেন গুজরাট অধিনায়ক রায়না। ক্রিস গেইল ও বিরাট কোহলি ইনিংসের গোড়াপত্তন করতে এলেও সফল হননি। দলীয় ২২ রানে কোহলির (১০) আউটের মধ্য দিয়ে বিপর্যয়ের শুরু বেঙ্গালুরুর। এরপর আরেক তারকা এবিডি ভিলিয়ার্স এলেও সুবিধা করতে পারেননি। হয়ে যান রানআউট। ভিলিয়ার্স অবশ্য পঞ্চম ব্যাটসম্যান হিসেবে দলীয় ৬০ রানে আউট হন। করেন মাত্র ৫ রান। এর আগেই সাজঘরে ফেরেন গেইলসহ (৮) আরও চার ব্যাটসম্যান। অবাক ব্যাপার, দলীয় ২২ রানেই প্রথম তিনটি উইকেট হারায় বেঙ্গালুরু। শেষ পর্যন্ত উইকেটরক্ষক কাদের যাদবের ৩১ ও পাওয়ান নেগির ৩২ রানে ভর করে ২০ ওভারে ১৩৪ রানের পুঁজি পায় কোহলি বাহিনী। গুজরাটের আন্দ্রে টায়ি ৩টি ও রবীন্দ্র জাদেজা ২টি উইকেট লাভ করেন। ১৩৫ রানের জয়ের লক্ষ্যে নেমে অ্যারন ফিঞ্চের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজেই জয় খুঁজে পায় গুজরাট। অস্ট্রেলিয়ান তারকা মাত্র ৩৪ বলে করেন ৭২ রান। এর মধ্যে হাঁকান ৫টি চার ও ৬টি ছক্কা। এছাড়া অধিনায়ক রায়না ৩৪ রানে অপরাজিত থাকেন। এ দু’জনের নৈপুণ্যে ৩৭ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় গুজরাট। বেঙ্গালুরুর স্যামুয়েল বদ্রি ২ উইকেট লাভ করেন।
×