ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুশ কর্মকর্তারা ক্ষুব্ধ

সন্ত্রাসীদের বাধায় রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্রের কাজ বন্ধ

প্রকাশিত: ০৭:৩৯, ২৮ এপ্রিল ২০১৭

সন্ত্রাসীদের বাধায় রূপপুর পরমাণু বিদ্যুত কেন্দ্রের কাজ বন্ধ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ সন্ত্রাসীদের বাধার মুখে রূপপুর পরমাণু বিদ্যুত উৎপাদন কেন্দ্রে কর্মরত রাশিয়া ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গনাগসত্রয়ীর পক্ষে দেশী ঠিকাদারি প্রতিষ্ঠান সিভিল ইঞ্জিনিয়ার লিমিটেডের কর্মকর্তারা কাজ বন্ধ করে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকল্প এলাকা ত্যাগ করেছেন। এতে রুশরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ বিষয়ে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। সিভিল ইঞ্জিনিয়ার লিমিটেডের মালিক ও প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাহাবুবুল ইসলাম ও প্রকৌশলী লিটনের অভিযোগ এবং থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ১৫/২০ সদস্যের একদল সন্ত্রাসী প্রকল্পের কাজে বাধা দেয়। দলটি বুধবারও তাদের তেরোটি ড্রেজার বোটের কাজে বাধা দেয়। একই সময় গুলিবর্ষণ করা হয়। এর আগে গত ১৯ এপ্রিল অপর একটি দল প্রকল্পে ঢুকে ভয় দেখায়। তারা ২০ ড্রেজার বোটসহ ১২০ স্টাফকে নদীপথে মিরপুর সীমানায় পৌঁছে দেয়। এসব কারণে প্রকল্প ব্যবস্থাপক প্রকৌশলী মাহাবুবুল ইসলাম নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনায় পরমাণু প্রকল্পের ডেপুটি সিকিউরিটি পরিচালক দিদেন ভিতালী ও প্রকল্পে কর্মরত রুশরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
×